মঙ্গলবার ভোরে মুম্বই রোডে ভয়াবহ দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে মুরগি বোঝাই পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জনের। দুমড়ে মুচড়ে গিয়েছে ঘাতক গাড়িটি। খবর পেয়েই পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কুয়াশার দাপটেই এই দুর্ঘটনা।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৬ টা নাগাদ হাওড়ার বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতামুখী লেনের ধারে একটি লরি দাঁড়িয়েছিল। সেই সময় গাড়িতে চালক ছিলেন না। তখনই দেউলটির দিক থেকে আসছিল মুরগি বোঝা একটি গাড়ি। আচমকা সেই গাড়িটি লরির পিছনে ধাক্কা মারে। দুমড়ে-মুচড়ে যায় ঘাতক গাড়ির সামনের অংশ। আটকে পড়েন চালক ও তাঁর সঙ্গী। আর একজন খালাসী ধাক্কার অভিঘাতে গাড়ি থেকে ছিটকে বাইরে রাস্তার উপরে পড়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগনান থানার পুলিশ। ধাক্কার অভিঘাতে মুরগি বোঝাই গাড়ির কেবিনের মধ্যে আটকে পড়েন দুজন। পুলিশ তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে। তবে ততক্ষণে মৃত্যু হয়েছে তাঁদের। ইতিমধ্যেই মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশের প্রাথমিক অনুমান কুয়াশার কারণেই এই দুর্ঘটনা। তবে ঘাতক গাড়ির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।





