Header AD

“বিজেপি’র আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়ে ভুল্ভাল করছে কমিশন” SIR নিয়ে ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর নামে বাংলায় ‘ভুলভাল’ কাজ করছে নির্বাচন কমিশন! মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফেরার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আরও বিস্ফোরক দাবি, কমিশন বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে। বিষয়টিকে ‘অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক’ বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী। এদিন সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজেই এসআইআর প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “ভুলভাল (কাজ) করছে কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে। বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে। এবং অ্যাপ করেছে বিজেপির আইটি সেলকে দিয়ে। এগুলো অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক।”

উল্লেখ্য, বাংলায় এসআইআর প্রক্রিয়ায় একগুচ্ছ অনিয়মের অভিযোগ তুলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তৃতীয় বার চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গঙ্গাসাগর থেকে নতুন সেতুর শিলান্যাস করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। প্রয়োজনে সাধারণ মানুষের হয়ে তিনি নিজেও সওয়াল করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। সোমবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামী কাল (মঙ্গলবার) কোর্ট খুলবে। আমরাও আদালতে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যে ভাবে হেনস্তা করছে, তার বিরুদ্ধে আদালতে যাব। প্রয়োজন পড়লে নিজেও অনুমতি চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে প্লিড করব। মানুষের হয়ে কথা বলব। আমি আইনজীবী। কিন্তু আইনজীবী হয়ে যাব না। সাধারণ নাগরিক হিসাবে যাব। আমি আমার কথা বলতেই পারি। কথা বলার অনুমতি নেব। চোখে আঙুল দিয়ে দেখাব, তৃণমূল স্তরে কী চলছে, কী ভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে।’’ আর মঙ্গলবার দলনেত্রীর ঘোষণার ২০ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়ার নির্দিষ্ট ভুল তুলে ধরে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করল তৃণমূল। SIR সংক্রান্ত পুরনো মামলার সঙ্গেই যুক্ত হবে এই পিটিশনটি।