Header AD

নলবাহিত জল খেয়ে ইন্দোরে মৃত ১০, অসুস্থ বহু! বিজেপি সরকারকে তোপ ঊমা, রাহুলের

নলবাহিত জলে (Indore Water Contamination) বিষক্রিয়া! ভারতের পরিচ্ছন্নতম শহর ইন্দোরের ভগীরথপুরা এলাকায় জল পান করে পান করে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। মৃতদের মধ্যে রয়েছে একরত্তি শিশুও। যদিও সরকারি হিসেব এখনও জানানো হয়নি। অসুস্থ আরও দুই হাজারেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি।ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। বিজেপিশাসিত রাজ্যের এই শহরের বাসিন্দাদের প্রশ্ন, কেন এত বেশি কর দেওয়ার পরও এমন পরিস্থিতিতে পড়তে হল? মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। আপাতত জল ফুটিয়ে খাওয়ার আর্জিও জানানো হয়েছে।

কী কারণে পানীয় জলে বিষক্রিয়া হল? জানা গিয়েছে, নলবাহিত জলে দীর্ঘদিন ধরেই দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। জলের স্বাদও ছিল কটু। তবে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। পুর কমিশনার দিলীপ কুমার যাদব জানিয়েছেন, এলাকার মূল জল সরবরাহের পাইপলাইনে একটি লিকেজ শনাক্ত করা গিয়েছে। ক্ষতিগ্রস্ত সেই পাইপলাইনের কাছেই সম্প্রতি একটি শৌচাগার নির্মাণ করা হয়। অনুমান, সেখান থেকেই পানীয় জলে বিষক্রিয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মোহন যাদবের নির্দেশে ইন্দোর পুর কর্পোরেশনের জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং বিভাগের ইনচার্জ সাব-ইঞ্জিনিয়ার শুভম শ্রীবাস্তবকে বরখাস্ত করা হয়েছে এবং জোনাল অফিসার শালিগ্রাম সিটোলে এবং সহকারী ইঞ্জিনিয়ার যোগেশ যোশিকেও বরখাস্ত করা হয়েছে।  ভাগীরথপুরা এলাকার এই ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আইএএস অফিসার নবজীবন পানওয়ারের নেতৃত্বে এই প্যানেলে রয়েছেন সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার প্রদীপ নিগম এবং মহাত্মা গান্ধী মেমোরিয়াল (এমজিএম) মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক শৈলেশ রাই। গত আগস্ট মাসে, এই এলাকায় নতুন জল সরবরাহ লাইনের জন্য জারি করা টেন্ডার শেষ করতে দেরি হওার কারণ তদন্ত করবে এই প্যানেল।

ইন্দোর জল কাণ্ডে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনায় বিজেপি সরকারকেই কাঠগড়ায় তুললেন বিজেপি নেত্রী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী (Uma Bharti)। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণার পালটা মুখ্যমন্ত্রী মোহন যাদবের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘জীবনের দাম মাত্র ২ লক্ষ টাকা?’ এত মানুষের মৃত্যুর পর ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ পর্যাপ্ত নয় বলে উল্লেখ করে উমা আরও লেখেন, ‘একটি জীবনের মূল্য কখনও ২ লক্ষ টাকা হতে পারে না। কারণ, যার মৃত্যু হল তাঁর পরিবার সারাজীবন শোকে ডুবে থাকে। এই পাপের জন্য ক্ষমা চাইতে হবে। উপর থেকে নীচ পর্যন্ত সব অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।’ এক্স হ্যান্ডেলে নিজের এই বার্তা বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল ও মুখ্যমন্ত্রী মোহন যাদবকে ট্যাগ করেছেন উমা। এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশ প্রশাসন, বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগলেন সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এক্স হ্যান্ডলে রাহুল লিখেছেন, ‘ইন্দোরে জল নয়, বিষ বিতরণ করা হয়েছে। এদিকে প্রশাসন গভীর ঘুমে ডুবে ছিল। প্রতিটি ঘর শোকে আচ্ছন্ন, দরিদ্ররা অসহায়— অথচ বিজেপি নেতারা উদ্ধত বিবৃতি দিচ্ছেন। বিশুদ্ধ জল কোনও অনুগ্রহ নয়, এটা জীবনের মৌলিক অধিকার।’ শেষে তিনি লিখেছেন, ‘যখনই গরিবরা মারা যায়, মোদি বরাবরই চুপ থাকেন।’