Header AD

নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে ছত্তিশগড়ে নিহত ১৪ মাওবাদী

ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর দুটি পৃথক অভিযানে নিহত ১৪ জন মাওবাদী। শনিবার সকালে সুকমা এবং বিজাপুর জেলায় অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। সেই অভিযানে সুকমায় ১২ জন এবং বিজাপুরে ২ জন মাওবাদী নিকেশ হয়েছে।

নিরাপত্তা বাহিনীর প্রথম অভিযানটি চালায় সুকমায়। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে প্রাথমিকভাবে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। এরপর নিরাপত্তাবাহিনী গভীর জঙ্গলে প্রবেশ করতেই তাদের উপর হামলা চালায় মাওবাদীরা। নিরাপত্তাবাহিনীও প্রত্যাঘাত করে। সেই সময় গুলির লড়াইয়ে ১২ জন মাওবাদীর মৃত্যু হয়। তাঁদের মধ্যে কোন্তা এরিয়া কমিটির নেতা শচীন মাংডুও ছিলেন বলে মনে করা হচ্ছে। আকাশ গীরপুঞ্জেকে গুলি করে হত্যা করা হয়েছিল, তিনিও সুকমা পুলিশ সূত্রে খবর, অভিযানে যাওয়া নিরাপত্তাবাহিনী ফিরলে তবেই নিহত মাওনেতাদের চিহ্নিতকরণ সম্ভব। সুকমার ঘটনাস্থল থেকে কিছু একে-৪৭ এবং ইনসাস রাইফেলও পাওয়া গিয়েছে। এদিন বিজাপুরে আর একটি অভিযানে নিরাপত্তাবাহিনীর হাতে ২ মাওবাদী খতম হয়। বিজাপুরের ঘটনাস্থল থেকেও মিলেছে এসএলআর এবং ১২-বোর রাইফেল।

উল্লেখ্য , আগামী ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মতো মাওবাদী-অধ্যুষিত এলাকাগুলিতে তল্লাশি অভিযান জোরদার করেছে নিরাপত্তাবাহিনী। এই নিয়ে চলতি বছর ছত্তিশগড়ে বহু মাও নেতা-কর্মী নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। সেই তালিকায় রয়েছেন মাওবাদী সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ।