Header AD

মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের লেখা ১৭ টি গান মুক্তি পাবে পুজোয়

বৃহস্পতিবার সারাদিন বিধানসভার পারদ ছিল তুঙ্গে। বিজেপী-তৃণমূল তরজায় আবহাওয়া ছিল বেশ উত্তপ্ত। এর মাঝেই  এদিন বিকেলে বিধানসভার স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বাংলা অস্মিতা  প্রসঙ্গে লেখা গান ‘ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান’ –পরিবেশন করেন ইন্দ্রনীল সেন। এর সাথেই  মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এবার পুজোয় প্রকাশিত হতে চলেছে তাঁর লেখা ১৭ টি গান! সূত্রের খবর কলকাতার পুজোর সেরার তালিকায় থাকা টালা প্রত্যয়ের থিম সং লিখতে চলেছেন তিনি । এখনও পর্যন্ত তাঁর লেখা বহু গানে আপ্লুত হয়েছেন বঙ্গবাসী । এর আগেও দেখা গিয়েছে নামিদামি সংগীত শিল্পীরা তাঁর লেখা গান গেয়েছেন । গানের  পাশাপাশি মুখ্যমন্ত্রী কবিতা লেখাতেও সমান ভাবে পারদর্শী। এখনও পর্যন্ত সব মিলিয়ে প্রায় দেড় হাজার কবিতা রয়েছে তাঁর ঝুলিতে।

ইতিপূর্বে সুরুচি সংঘের থিম সং ‘মাগো তোমার এত রূপ দেখিনি তো আগে..’লিখেছেন মুখ্যমন্ত্রী।  ২০২৩ সালে স্পেন সফরের সময় সেই গান লিখেছিলেন তিনি। তাঁর লেখা ও সুর দেওয়া গান সুরুচির হয়ে বিভিন্ন বছরে গেয়েছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু, শান, জিৎ গঙ্গোপাধ্যায়, পলক মুচ্ছলের মতো খ্যাতনামা শিল্পীরা। সব ঠিক থাকলে এইবার সেই তালিকায় জুড়তে চলেছে টালা প্রত্যয়ের নামও। এছাড়াও পুজোয় মমতার উপহার আরও ১৬টি।