ডিজিটাল গ্রেপ্তারের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া অভিযুক্তদের মধ্যে আরও দুজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। নদিয়ার হাঁসখালি থেকে ধরা হয়েছে দুই অভিযুক্তকে। ধৃতদের নাম দেবতনু সরকার এবং সৌরভ বিশ্বাস। দুজনেই হাঁসখালি থানা এলাকার বাসিন্দা।
চার মাস আগে কলকাতার নেতাজিনগরের এক বাসিন্দাকে ডিজিটাল গ্রেপ্তারের জালে ফাঁসায় ওই দুই প্রতারক। তাঁর থেকে ১ কোটি ৭৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রেক্ষিতে গত বছরের সেপ্টেম্বরে নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ওই ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করা হল। গোপন সূত্র মারফত পুলিশ জানতে পারে অভিযুক্তরা নদীয়ার হাঁসখালিতে গা ঢাকা দিয়েছে। সেই সূত্র ধরেই বুধবার রাতে নদিয়ার হাঁসখালি থানা এলাকায় হানা দেয় কলকাতা পুলিশের একটি দল। ওই অভিযানেই রাত সাড়ে ৮টা নাগাদ গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে। ২৫ বছর বয়সি দেবতনু এবং ২৭ বছর বয়সি সৌরভের থেকে দু’টি মোবাইল, ৬ টি এটিএম কার্ড, ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই এবং চেকবই বাজেয়াপ্ত করা হয়েছে।
এমনকি তাঁদের কাছ থেকে একটি ‘হার্ডওয়্যার ওয়ালেট’ ও বাজেয়াপ্ত হয়েছে। পেনড্রাইভের মতো দেখতে এই যন্ত্রটিতে ক্রিপ্টোকারেন্সির পাসওয়ার্ড সংরক্ষিত রাখা যায়। পাশাপাশি ৩ হাজার ৮০০ ডলার (ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৪১ হাজার টাকা) মূল্যের ক্রিপ্টোকারেন্সিও বাজেয়াপ্ত হয়েছে। পাওয়া গিয়েছে বেশ কিছু সন্দেহজনক নথিও। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় এফআইআর রুজু করেছে পুলিশ।





