রবিবার গভীর রাতে আবার ট্রেন দুর্ঘটনা। আগুনে ঝলসে গেল টাটানগর- এনাকুলাম এক্সপ্রেসের ২টি কোচ। আগুনের চলে যাওয়া দুটি কোচে মোট ১৫৮ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তবে এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা আর বাড়েনি।
আগুন লাগার ঘটনাটি ঘটেছে অন্ধপ্রদেশে। বি ১ এবং এম ২ কোচ দুটিতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। প্যান্ট্রি কারের পাশেই ছিল এই দুটি কোচ। এই দুই এসি কামরায় যথাক্রমে ৭৬ ও ৮২ জন যাত্রী ছিলেন। বিশাখাপত্তনম থেকে ৮২ কিলোমিটার দূরে আগুন লাগার ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত পৌনে একটা নাগাদ আগুন লাগার ঘটনাটি জানতে পারেন। অগ্নিকাণ্ডের ঘটনাটি লোকো পাইলট দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন। ছাত্রীদের কোন মতে বের করে নিয়ে আসা সম্ভব হয়। দমকল এসে আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত দুটো কামরাই পুড়ে ছাই হয়ে যায়। ফলে যাত্রীরা উদ্ধার পেলেও তাদের জিনিসপত্র পুরোটাই আগুনের গ্রাসে চলে গিয়েছে।
আগুন নেভানোর পর বি ১ কামরা থেকে ৭০ বছর বয়স্ক চন্দ্রশেখর সুন্দরের দগ্ধ দেহ উদ্ধার হয়। সব মিলিয়ে ২ হাজার যাত্রী ছিলেন ওই ট্রেনে। রেলে তরকে জানানো হয়েছে বাকি সকলে সুস্থ আছেন। পুড়ে যাওয়া খাপনা দুটি সরিয়ে ফের ঝন্তপির উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন।





