ফিনাইল খেয়ে একসঙ্গে ২৫ জন রূপান্তরকামীর আত্মহত্যার চেষ্টা ! ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মধ্যপ্রদেশের ইন্দোরে। ইতিমধ্যেই তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ২৫ জন রূপান্তরকামী একসঙ্গে ফিনাইল খেয়ে নেন । অসুস্থ ২৫ জনকে ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতালে ভর্তি করা হয়েছে । হাসপাতাল সুপার ডা. বসন্ত কুমার নিঙ্গাওয়াল বলেন, “আমাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে রূপান্তরকামী সম্প্রদায়ের ২৫ জনকে । তাঁরা একসঙ্গে ফিনাইল খেয়েছেন বলে দাবি । এখনই এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না”। সুপার জানিয়েছেন, রোগীদের সকলেরই অবস্থা গুরুতর নয়।
হঠাৎ কেন ২৫ জন রূপান্তরকামী আত্মহত্যার চেষ্টা করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনা সম্পর্কে অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার রাজেশ দন্ডোটিয়া বলেন, “তদন্ত চলছে। তদন্তের পরেই স্পষ্ট হবে যে রূপান্তরকামী সম্প্রদায়ের লোকেরা কী পদার্থ খেয়েছিল এবং কেন।” আরও এক পুলিশকর্তা বলেন, এই ঘটনাটি ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের দু’টি স্থানীয় গোষ্ঠীর মধ্যে বিরোধের সঙ্গেও সম্পর্কিত হতে পারে।
তবে, নন্দলালপুরা “কিন্নর” ডেরার সঙ্গে যুক্ত নেহা কুনওয়ার সাংবাদিকদের জানান যে, “অক্ষয় কুমায়ুন এবং পঙ্কজ জৈন নামের দুই ব্যক্তি নিজেদের সাংবাদিক বলে দাবি করে আমাদের ব্ল্যাকমেইল করতেন এবং নানা হুমকি দিচ্ছিলেন। আমাদের এক রূপান্তরকামীকে ধর্ষণও করেন। আমাদের থেকে ১.৫ লক্ষ টাকাও হাতিয়েছে।“ এবিষয়ে রূপান্তরকামীরা পন্ধ্রিনাথ থানায় অভিযোগও দায়ের করেছেন।
গণ-আত্মহত্যার চেষ্টার খবর ছড়িয়ে পড়তেই ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সদস্যরা হাসপাতালে জড়ো হন এবং অভিযুক্তদের অবিলম্বে শাস্তির দাবি করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন ২০১৯ এর ১৮ ধারা এবং ভয় দেখানোর অভিযোগে মামলা করা হয়েছে।





