এসআইআর আবহের মধ্যেই শনিবার বঙ্গে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। রাণাঘাটের তাহেরপুরে সভা ছিল তাঁর। তবে ঘন কুয়াশার কারণে তাহেরপুরে প্রধানমন্ত্রীর কপ্টার অবতরণ করতে পারেনি। কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি ভাষণ দিলেন । এদিকে এই সভায় যোগ দিতে আসার পথে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের। আহত ১। এদিন সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তাহেরপুর স্টেশনের কাছে।
জানা গিয়েছে, মোদির সভায় যোগ দিতে শুক্রবার রাতে মুর্শিদাবাদ থেকে ৪০ জন আসেন। সবার বাড়িই বড়ঞার সাবলদহ গ্রামে। তাঁদের মধ্যেই কয়েকজন ভোরবেলা রেললাইনের ধারে প্রাতঃকৃত্য সারতে যান। সেই সময় ধেয়ে আসা ট্রেনের ধাক্কায় একেবারে লাইনে ছিটকে পড়েন চারজন। আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। অন্যদিকে ঘটনায় গুরুতর অবস্থায় আরও একজনকে স্থানীয় শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতের অবস্থা গুরুতর।ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রেল এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার কারণে এদিন সকালের দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছিল। ট্রেন আসছে তা বুঝতে না পারার কারণেই এই দুর্ঘটনা। যদিও অন্যান্য দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে।





