Header AD

মক্কা থেকে মদিনা যাওয়ার পথে সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৪২ ভারতীয়

মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও ডিজেল ট্যাঙ্কারের ভয়াবহ সংঘর্ষ সৌদি আরবে। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার গভীররাতে সৌদি আরবের মুফরিহাটে। এই ঘটনায় ৪২ জন ভারতীয় উমরাহ যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। মৃতরা প্রত্যেকেই হায়দরাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। এছাড়াও আহত হয়েছেন বহু তীর্থযাত্রী।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মুফরিহাটে কাছে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের ফলে চোখের নিমেষে আগুন ধরে যায় তীর্থযাত্রীদের বাসটিতে। দুর্ঘটনার সময় বাসের মধ্যে থাকা যাত্রীরা বেশির ভাগই ঘুমোচ্ছিলেন। খবর পাওয়া মাত্রই তরিঘড়ি দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। এরপর সারারাত ধরে চলে উদ্ধারকার্য। আগুন নিভিয়ে ঝলসে যাওয়া মৃতদেহগুলি উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃতদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যাই বেশি।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। ইতিমধ্যেই তিনি রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকে সম্পূর্ণ ঘটনাটি মনিটর করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সৌদি আরবের ভারতীয় দূতাবাসও ঘটনাটির ওপর নজর রাখছে। এছাড়াও দূতাবাসের পক্ষ থেকে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘সৌদি আরবের মদিনায় ভারতীয়দের দুর্ঘটনার খবরে আমি স্তম্ভিত। রিয়াধে আমাদের দূতাবাস এবং জেড্ডায় কনসুলেট সবরকম সহযোগিতা করছে মৃত ভারতীয়দের পরিজনদের। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

রিয়াধে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন আবু ম্যাথেন জর্জ এই ভয়াবহ দুর্ঘটনার নিয়ে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন, এই দুর্ঘটনায় মৃতদের দেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার জন্য এবং আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করার জন্য।