ফের রাজ্যে গণধর্ষণের ঘটনা ঘটল । এক কিশোরীকে গণধর্ষণ করার অভিযোগে পূর্ব বর্ধমান পুলিশের হাতে গ্রেপ্তার ছয়। ধৃতদের মধ্যে চারজন নাবালক এবং দুজন যুবক। ভারতীয় ন্যায় সংহিতার ৭০(২) ও পকসো আইনের ৬ এবং ১০ ধারায় মামলা রুজু হয়েছে ধৃতদের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ ওই কিশোরী তার এক দূরসম্পর্কের আত্মীয়ের সঙ্গে বাড়ির বাইরে বেরিয়েছিল। সেই সময় তাদের উপর চড়াও হয় দু’জন অভিযুক্ত। জোর করে তাদের টেনে নিয়ে যায় বাঁশবাগানে।সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন বাকি চার অভিযুক্ত। এরপর ওই কিশোরীর উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ।
ভয় দেখিয়ে ওই কিশোরীর দূরসম্পর্কের আত্মীয়কে সেখান থেকে চলে যেতে বলা হয়। এরপর ‘নির্যাতিতা’কে তার পরিবারকে কিছু না জানানোর হুমকিও দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। পরবর্তীতে পরিবারের সদস্যদের চাপে পড়ে সম্পূর্ণ ঘটনাটি জানায় ওই কিশোরী। বৃহস্পতিবার থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত ছ’জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে দুজন যুবককে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে পকসো আদালত। বাকি চার নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হয়েছে।





