বয়স নিছক একটা সংখ্যা মাত্র। ২৪ বছরের তরুণীকে বিয়ে করে ৭৪ বছর বয়সি এক বৃদ্ধ সেটাই যেন আবার প্রমাণ করলেন! ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়।
সূত্রের খবর, ৭৪ বছর বয়সি সেই বৃদ্ধ তাঁর পাত্রীর দামস্বরূপ ২ কোটি টাকা তুলে দিয়েছেন খোদ নববধূর হাতে। তাঁর থেকে ৫০ বছরের ছোট পাত্রীকেই জীবনসঙ্গী হিসেবে চাই।
জানা গিয়েছে, তারমান নামে ৭৪ বছর বয়সি সেই বৃদ্ধ তাঁর হাঁটুর বয়সি পাত্রীকেই বিয়ে করতে মহাসমারোহে আয়োজন করেছিলেন। পূর্ব জাভার প্যাসিটান রিজন্সির ২৪ বছর বয়সি শেলা আরিকাকে তাঁর পছন্দ হয়। শেলারও অমত ছিল না। তবে পাত্রপাত্রীর বয়স নিয়ে এই বিয়ে মানতে নারাজ ছিল শেলার পরিবার।
সূত্রের খবর, তারমানের আয়োজন করা বিলাসবহুল এই বিয়েতে হাজির প্রত্যেক অতিথিকে উপহার স্বরূপ দেওয়া হয়েছিল ভারতীয় মুদ্রায় ছ হাজার টাকা। প্রাথমিকভাবে বলা হয়েছিল, শেলাকে বিয়ে করার জন্য তারমান ভারতীয় মুদ্রায় ৬০ লক্ষ টাকা দেবেন। পরবর্তীতে বিয়ের মণ্ডপে গিয়ে সিদ্ধান্ত বদলে শেলার হাতে ১ কোটি ৮০ লক্ষ টাকা তুলে দেন তিনি। যদিও এই কাণ্ড দেখে পাত্রের পরিবারের একাংশ প্রশ্ন তোলেন এই বিরাট অংকের টাকার বৈধতা নিয়ে।
এই পরিস্থিতির মধ্যেই বিয়ের ছবি তোলার দায়িত্বে থাকা ফোটোগ্রাফাররা অভিযোগ করেন, নব দম্পতি চম্পট দিয়েছে তাদের পাওনা টাকা না মিটিয়ে। ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। যদিও এর পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় তারমান দাবি করেছেন, স্ত্রীকে দেওয়া সেই অর্থ অবৈধ নয়। তাঁর ব্যাংকে রয়েছে বিপুল অর্থ ।
যদিও তারমান ফোটোগ্রাফারদের পাওনা মেটানো নিয়ে মুখ খোলেননি। এই ঘটনা হৈচৈ ফেলে দিয়েছে ইন্দোনেশিয়ায়।





