Header AD

রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা, ব্যাহত ট্রেন চলাচল

রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। জল জমেছে শহরের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বত্র। গড়িয়াহাট, চেতলা, তারাতলা, নিউ আলিপুর, পার্ক সার্কাস বালিগঞ্জ, গড়িয়া, বাঘাযতীন, সেন্ট্রাল অ্যাভিনিউ, উল্টোডাঙ্গা, দমদম, কসবা, ভিআইপি বাজার, কাঁকুরগাছি, নিউটাউনসহ বিভিন্ন এলাকা জলের তলায় । শুধুমাত্র কলকাতা নয় একই অবস্থা সল্টেলেক এবং কলকাতার আশেপাশের এলাকাতেও। টানা বৃষ্টির জেরে জল জমেছে রেললাইনে। এর ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যাহত।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ জনের মৃত্যুর খবর মিলেছে।

ভারী বৃষ্টির কারণে রেললাইনে জল জমে অন্য শাখাতেও ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে।রেল সূত্রে খবর, এর জেরে বন্ধ হয়ে যায় শিয়ালদহ দক্ষিণ শাখায় আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল। ট্রেন চলাচল বন্ধ আছে লক্ষীকান্তপুর, ডায়মন্ডহারবার ও ক্যানিং শাখায়। পার্ক সার্কাস এলাকাতেও রেললাইনে জল জমেছে বলে খবর। আংশিক ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবাও।পুজো শুরু হতে আর মাত্র পাঁচ দিন বাকি। তার আগেই সোমবার রাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। একাধিক এলাকায় বাড়ির মধ্যে জল ঢুকেছে। সেই সঙ্গে বিভিন্ন রাস্তায় জল দাঁড়িয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় হাঁটু জল বা তারও বেশি জল দাঁড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কী ভাবে কাজের জন্য বাইরে যাওয়া যাবে তা নিয়েও চিন্তায় সাধারণ মানুষ।এই অবস্থায় একাধিক স্কুল তাদের নির্ধারিত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।এই পরিস্থিতিতে সবচেয়ে চিন্তায় পুজো উদ্যোক্তারা। বিভিন্ন এলাকায় এখন পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে। এক টানা বৃষ্টির কারণে মুখ থুবড়ে পড়েছে সেই কাজ। কোথাও নির্মীয়মাণ স্টল ভেঙে পড়েছে ,কোথাও ভেসে গিয়েছে পুজো মণ্ডপের বিবিধ সরঞ্জাম। অনেকেই জানিয়েছেন, ইদানীং কালের মধ্যে এমন দুর্যোগ দেখা যায়নি।