Header AD

দেবীপক্ষে ‘ অসুর ‘ বৃষ্টি, বিদ্যুতের তার কাড়ল ৭টি প্রাণ

যতদুর চোখ যায় চারদিকে শুধু জল আর জল। যেন গোটা কলকাতা রাতারাতি সমুদ্রের মাঝখানে এসে পড়েছে! পুজোর আনন্দ মাটি হতে পারে খানিক, আবহাওয়া অফিসের পূর্বাভাসে সেরকম একটা আশঙ্কা ছিলই। কিন্তু তা যে একেবারে মহালয়ার পরের দিনই সত্যি হয়ে দেখা দেবে কে আন্দাজ করেছিল! সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে কলকাতা ও শহরতলিসহ জলমগ্ন হয়ে পড়ল প্রায় গোটা বাংলা। এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে বিদ্যুৎপৃষ্ট হয়ে কলকাতাতেই মৃত্যু হয়েছে ৭ জনের। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সকালে নেতাজিনগরে জলে দেহ ভাসছিল, কিন্তু উদ্ধার করার মতো কেউ ছিল না। বেলা একটু গড়ালে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়।
আবহাওয়া অফিস সূত্রে খবর, ৫ ঘণ্টায় ২৫০ মিলিলিটার বৃষ্টি হয়েছে যা সর্বকালীন রেকর্ড। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জলবন্দি মানুষ। বহু বাড়ি, দোকানের ভেতরে জল ঢুকেছে। বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে বিপর্যয় এড়াতে। শিয়ালদহ রেলওয়ে ট্র্যাক জলের তলায়। আপাতত আপ ও ডাউন শাখায় ট্রেন চলাচল বন্ধ। উত্তর শাখায় কিছু ট্রেন চলাচল করলেও বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। যানবাহন যা চলাচল করছে তাও অত্যন্ত ধীর গতিতে।