বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। সোমবার রাতের ভারী বৃষ্টির কারণে কলকাতা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা এখনও জলমগ্ন। জমা জল বের করে দেওয়ার প্রয়াস পুরসভা নিলেও এখনও সব জায়গায় জল নামেনি। পরিস্থিতির জেরে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাধারণ মানুষকে খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছিলেন। সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। রাজ্যের যেকোনও প্রান্ত থেকে সমস্যায় পড়লে যোগাযোগ করা যাবে ওই নম্বরে। নম্বরগুলি হল – (০৩৩) ২২১৪ ৩৫২৬, (০৩৩) ২২৫৩ ৫১৮৫। টোল ফ্রি নম্বর হল – ৮৬৯৭৯৮১০৭০ ও ১০৭০।
দুর্যোগপূর্ণ পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন মুখ্য সচিব মনোজ পন্থ। এছাড়াও তাঁর সঙ্গে রয়েছেন কৃষি সচিব ওমকার সিং মিনা ও বিপর্যয় মোকাবিলা সচিব রাজেশ সিনহা। যেকোনও সমস্যায় নবান্নের এই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যাবে। কলকাতার বিভিন্ন অংশে এখনও জল যন্ত্রণা থেকে নিস্তার পাওয়া যায়নি। কেউবা শিকার হয়েছেন হয়রানির। বাস,বাইক, অটো, গাড়ি, জলের মধ্যে আটকে ছিল মঙ্গলবার, সৃষ্টি হয়েছিল যানজটেরও । এই পরিস্থিতিতেই তড়িঘড়ি কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হল নবান্ন থেকে।





