Header AD

হুগলিতে ঠাকুর আনতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৩, আহত  আরও ৩

ঠাকুর আনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন ব্যাক্তি। আহত আরও  তিনজন। তাঁদের অবস্থাও  আশঙ্কাজনক। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলিতে। পুলিশ সূত্রে খবর, ঠাকুর আনতে গিয়েছিলেন পোলবার শংকরবাটির ( Shankarbati) সদস্যরা। ঠাকুর অন্য গাড়িতে তুলে ৬জন সদস্য চারচাকা গাড়িতে ফিরছিলেন। সেই গাড়িটিই দুর্ঘটনাগ্রস্ত হয়।  ঠাকুরের গাড়ি গ্রামে পৌঁছে গেলেও ওই ছয়জন ফেরেননি দেখে বাকি সদস্যরা ফোন করতে পুলিশ ফোন তুলে জানায় দুর্ঘটনার শিকার হয়েছেন ৬জন।

চন্দননগর রেল ওভারব্রিজ থেকে নামার সময় দ্রুত গতিতে ছুটতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সাজিয়ে রাখা ইটের দেওয়ালে সজোরে ধাক্কা মারে। গাড়িটিতে চালক-সহ ছিলেন ৬জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। মৃতদের নাম ভাস্কর দেবধারা (২৯), প্রীতম চক্রবর্তী (৩০) ও স্বপন দে (৪০)। ভাস্করের বাড়ি সুগন্ধা শংকরবাটি এলাকায়। বাকি দু’জন চন্দননগর কাঁটাপুকুর এলাকার বাসিন্দা।  চারজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিরা চন্দননগর হাসপাতালে চিকিৎসাধীন। পুজোর আবহে এই দুর্ঘটনায় শোকের আবহ গোটা পাড়ায়।