ফের অশান্ত হয়ে উঠেছে ভূস্বর্গ। মঙ্গলবার গভীর রাত থেকে জম্মু ও কাশ্মীরে আবার শুরু হয়েছে গুলির লড়াই। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই হয়েছে রাজৌরিতে। স্পেশ্যাল অপারেশন গ্রুপের একটি সূত্র জানিয়েছে, ওই এলাকায় খুব সম্ভবত কয়েক জন জঙ্গি আত্মগোপন করে রয়েছে। তবে এখনও পর্যন্ত এনকাউন্টারে হতাহতের কোনও তথ্য মেলেনি। প্রসঙ্গত, গত মাসের শেষেই কুপওয়ারায় এনকাউন্টারে নিহত হয়েছিল দুই জঙ্গি। তার সপ্তাহ কয়েক আগে কুলগাঁওয়ে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে আরও দুই জঙ্গির মৃত্যু হয়েছিল।
সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে রাজৌরি জেলার কান্দির বীরানথাব এলাকায় ঘটনাটি ঘটে। জঙ্গি ও এসওজি কর্মীদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। তবে এখনও পর্যন্ত সংঘর্ষের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ওই এলাকায় ঠিক কত জন জঙ্গি লুকিয়ে রয়েছে, তা জানতে তল্লাশি চলছে। জম্মু পুলিশের আইজি ভীমসেন টুটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই এলাকায় যৌথ অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর। রাত থেকেই গোলাগুলি চলছে। তবে সেনা সূত্রে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, কুলগাঁওয়ে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছিলেন নিরাপত্তাবাহিনীর দুই জওয়ান। গত ২০ সেপ্টেম্বর ডোডা-উধমপুর সীমানায় জইশ-এ-মহম্মদ (জেইএম)-এর জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হন আরও এক জওয়ান। সেই ঘটনার পর কয়েক সপ্তাহ যেতে না যেতেই ফের জঙ্গি কার্যকলাপে অশান্ত হল কাশ্মীর।





