বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা কাটছে না এখনই। দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়া । তবে দক্ষিণবঙ্গে এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা । আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী দু-তিনদিনের মধ্যে বর্ষা গুজরাটের বাকি অংশ থেকে এবং মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকেও বিদায় নিতে পারে। শনিবার রাতে অতিভারী বৃষ্টির জেরে বানভাসী হয় উত্তরবঙ্গের একাধিক জেলা। ভয়াবহ দুর্যোগের কবলে পরে মিরিক-সহ দার্জিলিংয়ের বিস্তীর্ণ এলাকা। ভেঙেছে ব্রিজ,রাস্তা, প্রাণ হারিয়েছেন বহু মানুষ , ক্ষতি হয়েছে বন্যপ্রাণেরও।
সোমবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে পাহাড়ে । হাওয়া অফিস সুত্রের খবর , ভারী বৃষ্টির আর কোনও সতর্কবার্তা নেই উত্তরে। তবে বুধবার বিক্ষিপ্তভাবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বৃষ্টি হতে পারে । এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অপরদিকে জানা গিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কাল বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে চলবে বৃষ্টি । শুক্রবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ।





