Header AD

ফের ট্রেন বিভ্রাট! শিয়ালদহ-বজবজ শাখায় লাইনচ্যুত মালগাড়ি

ফের ট্রেন পরিষেবায় বিপত্তি। অফিস টাইমে লাইনচ্যুত হল মালগাড়ি। যার জেরে শিয়ালদহ বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যহত হয় । সঠিক সময়ে মিলছে না ট্রেন পরিষেবা যে কারণে অসুবিধার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষ সহ নিত্য যাত্রীদের। সূত্রের খবর,বুধবার সকালে বজবজ স্টেশনের আগে ১৪ নম্বর রেলগেটের কাছে শিয়ালদহের কাছে আচমকা একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। যে কারণে বজবজ-শিয়ালদহ লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়নি। ধীর গতিতে চলছে ট্রেন। আপ-ডাউন লাইনের সব ট্রেন আকড়া, নুঙ্গি, সন্তোষপুর থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে শিয়ালদহে।

দিনের ব্যস্ত সময় ট্রেন চলাচলে বিঘ্ন হওয়ায় অসুবিধায় পড়েন অফিসমুখী যাত্রীরা। স্বাভাবিকভাবে বাড়তে থাকে ভিড়ের পরিমাণ। অন্যদিকে মালগাড়িটিকে সরানোর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। লাইনচ্যুত বগি সরাতে ব্যবহার করা হচ্ছে ক্রেন। এবিষয়ে রেলের তরফ থেকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।