Header AD

বিজয়া সম্মিলনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উন্মাদনা, ফের ‘সেবাশ্রয়’ চালুর সিদ্ধান্ত ডায়মন্ড হারবারের সাংসদের

সোমবার ছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজয়া সম্মিলনী। কিন্তু দিনের শেষে সেটি কার্যত গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিজয়া সম্মিলনী হয়ে উঠল। ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে বিপুল উন্মাদনা দেখা গেল দলের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে। এদিন তাঁকে বিজয়রা শুভেচ্ছা জানাতে দফায় দফায় হাজির হন তৃণমূলের (TMC) নেতা-কর্মীরা। রাস্তার দুধারে ছিল জনস্রোত। এই আবহে আগামী ডিসেম্বর মাস থেকে ফের ‘সেবাশ্রয়’ ক্যাম্প চালু করার কথা স্থানীয় নেতৃত্বকে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজয়া সম্মিলনীর (Bijaya Sammeloni) অনুষ্ঠানকে কেন্দ্র করে সোমবার দুপুর থেকেই আমতলার তৃণমূলের দলীয় কার্যালয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সবক’টি বিধানসভার সর্বস্তরের নেতা-নেত্রী-কর্মীরা উপস্থিত হন। নির্দিষ্ট সূচি মেনে বিকেল ৪টে নাগাদ যখন আমতলায় অভিষেক পৌঁছন তখন রাস্তার দু’পাশে অজস্র মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাঁকে স্বাগত জানাতে দুপুর থেকেই ভিড় জমিয়েছিলেন তাঁরা। গাড়ি থেকে নেমে অভিষেকও সকলের অভিবাদন গ্রহণ করেন। পাল্টা অভিবাদন ফিরিয়ে দেন।

এরপর দলীয় কার্যালয়ের ভিতরে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেইসঙ্গে এদিন ডায়মন্ড হারবারের সংসদ তাঁর লোকসভা কেন্দ্রের নেতৃত্বকে জানিয়েছেন, আগামী ডিসেম্বর (December) মাস থেকে ফের ‘সেবাশ্রয়ে’ ক্যাম্প শুরু হবে। সেই অনুযায়ী প্রস্তুতিও নিতে বলেছেন। এছাড়া রাজ্য সরকারের যে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি চলছে তাতে সকলে যেন অংশগ্রহণ করেন, কর্মীদের সেই বার্তাও দেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, দলের বিজয়া সম্মিলনী চলছে। এই কর্মসূচিও ভালোভাবে প্রতিটি ব্লকে করতে হবে। এছাড়া ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডায়মন্ড হারবার লোকসভার প্রতিটি বিধানসভা ভিত্তিক নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করতে পারেন। দিনক্ষণ পরে জানিয়ে দেবেন। বিজয়ার শুভেচ্ছার আবহেও নিবিড় জনসংযোগে যেন খামতি না নয় দলের নেতা-কর্মীদের সেকথা স্মরণ করিয়ে দেন।