Header AD

কাশ্মীরের কুপওয়ারা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা! সেনার গুলিতে হত ২ জঙ্গি, চলছে অভিযান

ফের অশান্ত কাশ্মীর। কুপওয়ারা জেলায় ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনা। গুলিতে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। বিস্তীর্ণ এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। সংবাদ সংস্থাকে এক সেনা আধিকারিক বলেন, “সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর অস্বাভাবিক গতিবিধি লক্ষ করা যায়। তার পরেই ওই এলাকায় অভিযান শুরু হয়েছে।” সবিস্তার তথ্য সময় মতো দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সেনার একটি সূত্র মারফত জানা গিয়েছে, কুপওয়ারা জেলার মছিল এবং দুদনিয়াল সেক্টরে সোমবার রাতে সেনা তল্লাশি অভিযানে নামতেই উল্টো দিক থেকে গুলি ছোড়া শুরু হয়। পাল্টা জবাব দেয় সেনাও। এখনও পর্যন্ত সেনার গুলিতে দুই জঙ্গি মারা গিয়েছে বলেই জানা গিয়েছে। তবে সেনার তরফে এখনও তাদের পরিচয় জানানো হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কুপওয়ারার দুদনিয়াল সেক্টরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। অনুমান, বিভিন্ন জায়গা দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করছে জঙ্গিরা। সেই কারণেই একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে সেনাকে বিভ্রান্ত করার এবং ব্যস্ত রাখার চেষ্টা করা হচ্ছে। অবশ্য যে কোনও পরিস্থিতি মোকাবিলায় সজাগ রয়েছে সেনাও। প্রায় প্রতি বছরই কাশ্মীরে বরফ পড়ার আগে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে । সেই কারণে এই সময় সীমান্ত এলাকায় আরও সতর্ক  থাকে সেনা।