ফের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ! ক্যাম্পাস চত্বরেই পড়ুয়াকে গণধর্ষণের চেষ্টা করা হল। ঘটনাস্থল দিল্লির আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং কলেজ। চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন তরুণী। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল বিশ্ববিদ্যালয়।
প্রসঙ্গত, বিজেপি শাসিত রাজধানী দিল্লির নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই প্রশ্নের মুখে। সাংসদের গলার হার ছিনতাই থেকে ধর্ষণ, খুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা বারবার প্রমাণিত। এবার দিল্লিতে বিদেশ মন্ত্রকের (MEA) অধীনে থাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের (university campus) মধ্যে ছাত্রীর গণধর্ষণের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য। আশ্চর্যজনকভাবে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনায় কোনও বিবৃতি প্রকাশ করতে পারেনি। দিল্লি পুলিশও (Delhi Police) কোনও অভিযুক্তকে গ্রেফতারে করতে পারেনি বলেই খবর।
জানা গিয়েছে, সোমবার বিকালে সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে (South Asian University) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেই যৌন হেনস্থার শিকার হন এক ছাত্রী । বি.টেক-এর (B.Tech) প্রথম বর্ষের ওই ছাত্রীকে ক্যাম্পাসের ভিতরে যৌন নির্যাতন ও গণধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ জানানো হয়েছে। ছাত্রীর এক সহপাঠী দিল্লির ময়দান গড়ি থানায় ফোন করে সোমবারই ঘটনার বিরুদ্ধে অভিযোগ জানান। এরপর সোমবার রাতেই ক্যাম্পাসে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ।পুলিশের কাছে নির্যাতিতা অভিযোগ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে একটি জায়গায় নতুন নির্মাণের কাজ হচ্ছে। সোমবার বিকেলে হস্টেল থেকে ক্যান্টিনের দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময়ে ওই জায়গায় হঠাৎ চার জন তাঁকে ঘিরে ধরে। তাঁর জামাকাপড়ও ছিঁড়ে দেয় বলে অভিযোগ। অভিযুক্তরা তাঁকে গণধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ জানান নির্যাতিতা।মঙ্গলবার দুপুর পর্যন্তও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি দিল্লি পুলিশ। ফলে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে বেড়েছে ক্ষোভ। মঙ্গলবার ক্যাম্পাসের মধ্যেই একদল পড়ুয়া বিক্ষোভ দেখায়। ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।





