Header AD

ফের মা উড়ালপুলে চিনা মাঞ্জায় জখম এক ব্যাক্তি

ফের চিনা মাঞ্জায় গলা কেটে জখম হওয়ার ঘটনা শহর কলকাতায়। রবিবার বিকালে মোটরবাইক চালিয়ে মা উড়ালপুলের উপর দিয়ে যাওয়ার সময়ে চিনা মাঞ্জায় গলা কাটল এক ব্যক্তির। ঘটনাটি ঘটে ঠিক পার্ক সার্কাস সাত মাথার মোড়ে, মা উড়ালপুলের উপরে।  ওই বাইকচালক শুরুতে কিছু বুঝতে পারেননি। কিছু ক্ষণ বাদে তিনি অনুভব করেন, গলার কাছে তরল কিছু গড়াচ্ছে। পরনের জামা ভেসে যাচ্ছে রক্তে। পুলিশ সূত্রে খবর, ই এম বাইপাসের ভিআইপি নগরের বাসিন্দা সঞ্জয় খাটুয়া রবিবার বিকেলে এসএসকেএম হাসপাতালের দিক থেকে বাইক নিয়ে প্রথমে এ জে সি বসু রোড উড়ালপুলে ওঠেন। বাইপাসের দিকে যাওয়ার জন্য মা উড়ালপুল ধরে কিছুটা এগোনোর পরেই বিপত্তি। চিনা মাঞ্জায় গুরুতর জখম হন তিনি।

এ প্রসঙ্গে সঞ্জয় বলেন, ‘‘মা উড়ালপুলে বাইক চালানোর সময় মনে হয়েছিল কিছু একটা হেলমেটে পেঁচিয়ে গিয়েছে। ওই জায়গায় বাইক থামানোর উপায় ছিল না। মনে হচ্ছিল, গলার অংশ থেকে তরল কিছু গড়িয়ে পড়ছে। পিছনের এক বাইক-আরোহী দেখান, আমার জামা রক্তে ভিজে গিয়েছে। মাঞ্জার ধারে গলার কাছে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। আর একটু হলে গলার নলি কেটে যেতে পারত। গলায় এখনও খুব ব্যথা।’’ রবিবার বিকেলে ওই ঘটনার পরে জখম অবস্থায় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে যান তিনি। সেখানে প্রাথমিক চিকিৎসা করানোর পরে রুবি মোড়ে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকে বিষয়টি জানান সঞ্জয়। পুলিশ সঞ্জয়কে কড়েয়া থানায় অভিযোগ জানাতে বলে।  প্রসঙ্গত, এক সময় মা উড়ালপুলে চিনা মাঞ্জায় বাইকচালকদের জখম হওয়ার একাধিক ঘটনার খবর সামনে আসত। এমনকি, চিনা মাঞ্জায় গলা কেটে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তার পরে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) ওই উড়ালপুলের বিভিন্ন জায়গায় তারের জাল বসিয়ে দিয়েছিল, যাতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। কিন্তু এখনও অনেক জায়গা ফাঁকা রয়েছে। তেমনই একটি জায়গায় রবিবার ওই দুর্ঘটনা ঘটে। কেএমডিএর এক পদস্থ আধিকারিকের কথায়, ‘‘সব জায়গায় এখনও তারের জাল বসানো সম্ভব হয়নি। রবিবারের ঘটনার কোনও তথ্য আমাদের কাছে নেই। তবে, নির্দেশ এলে ওই অংশেও জাল বসিয়ে দেওয়া হবে।’’ রবিবারের ঘটনার পরে চিনা মাঞ্জার বিপদ ঠেকানোর ক্ষেত্রে প্রশাসনের ঢিলেঢালা মনোভাব নিয়ে ফের প্রশ্ন উঠছে।