Header AD

বেঙ্গালুরুতে বাঙালি মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বেঙ্গালুরুতে ভাড়া বাড়িতে ঢুকে এক বাঙালি মহিলাকে গণধর্ষণের (Gangrape) অভিযোগ। জানা গিয়েছে বাড়িতে পাঁচ দুষ্কৃতী ঢুকেছিল। ধর্ষণে অভিযুক্তরা নির্যাতিতা মহিলার টাকা ও মোবাইল ছিনতাই করে পালায় বলে অভিযোগ।পুলিশ (Police) সূত্রে খবর ৩০ বছরের নির্যাতিতা কলকাতার (Kolkata) বাসিন্দা । কর্মসূত্র তিনি বেঙ্গালুরুতে (Bangalore) থাকতেন। ইতিমধ্যেই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি বেঙ্গালুরুর গাঙ্গোন্দানহল্লি এলাকার। অভিযুক্তেরা পুলিশের ইনফর্মার সেজে জোর করে বাড়িতে ঢুকে পড়েছিল বলে অভিযোগ। এরপর বাড়িতে গাঁজা বিক্রি হয়, দেহ ব্যবসা চলে ইত্যাদি অভিযোগ এনে ধমকায় তাঁরা। নির্যাতিতার নাবালক ছেলে ও মহিলা বন্ধুদের মারধর করা হয় বলেও অভিযোগ। এরপরেই পাশের একটি ঘরে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় যুবতীকে! অভিযুক্তরা পালানোর আগে নগদ টাকা-পয়সা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টির গুরুত্ব বুঝে SP পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনটি বিশেষ দলও গঠিত হয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ ও ডাকাতির মামলা করা হয়েছে। নির্যাতিতা যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।