Header AD

এসআইআর নিয়ে গোষ্ঠীকোন্দল গেরুয়া শিবিরে , তৃণমূলের নীতিকেই কার্যত সমর্থন বিজেপি বিধায়ক অসীমের

দেশজুড়ে SIR চালু করতে তৎপর বিজেপি। ভোটার তালিকায় এসআইআর শুরু করা নিয়ে কার্যতো গোষ্ঠীকোন্দল শুরু হয়েছে বিজেপিতে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘোষিত নীতি অনুসারে এসআইআরে ‘বাদ পড়া’ ভোটারদের বাংলাদেশি বলে চিহ্নিত করে পুশব্যাক করা হবে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক থেকে শুরু করে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার সকলেরই ধারণা, এস আই আর হলে মতুয়াদের একটা বড় অংশের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে। সেক্ষেত্রে ‘নিজের দলকেই ছেড়ে দেওয়া হবে না বলে’ কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অসীম। SIR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা প্রথম থেকে যে অবস্থান নিয়েছেন, অসীমের এই মন্তব্য কার্য তো সেই মতকেই প্রাধান্য দিচ্ছে।

নির্বাচন কমিশনের এই নয়া পদক্ষেপে মতুয়াদের প্রায় ১ লক্ষ ২০ হাজার ভোটারের নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নিশীথ। আর মতুয়া সম্প্রদায়ের পরিচিত নেতা অসীম সরকার একধাপ এগিয়ে বলেছেন ‘ আপনাদের নাগরিকত্ব নিয়ে যদি হেলাফেলা করা হয় তাহলে বিজেপিকেও ছেড়ে দেওয়া যাবে না।’ যদিও বুধবারি সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন, একজন বৈধ ভোটারের নামও বাদ গেলে তার ফল ভালো হবে না।

উল্লেখ্য আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সুরে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে এক লাখ লোক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে। তৃণমূলের তরফে দিনও তথ্য তুলে ধরে বলা হয়েছে, ৫ মাসে ৮ কোটি ভোটার নিয়ে এসআইআর করা সম্ভব নয়। এস আই আর নিয়ে বিজেপিকেই কার্যত অসীমের হুমকির পর কুনাল ঘোষ বলেন, বিজেপির দলের নেতারাই বলছেন এসআই আরে নাম বাদ গেলে মতুয়ারা বিজেপিকে ছেড়ে দেবে না। বিজেপি আগে আগে ঘর সামলাক তারপর দেখা যাবে।”