ভাইফোঁটার সকালেই আবার ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বাইয়ের এক বহুতলে। বৃহস্পতিবার মুম্বাইয়ে যোগেশ্বরী এলাকার একটি বহুতলে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। দাউ দাউ করে জ্বলতে থাকা বিল্ডিং-এর ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা গিয়েছে বারো তল বিশিষ্ট এই ভবনের নবম দলে আগুন লাগে। সৌভাগ্যক্রমে অন্য দলে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। তার আগেই দমকল এবং উদ্ধারকারী দল সেখানে গিয়ে পৌঁছয়। ওই বহুতলের টপ ফ্লোরে অনেকে আটকেও পড়েছিলেন। উদ্ধারকারী দল গিয়ে তাদের পার করে নিয়ে আসে।
এই অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি। মুম্বাই ফায়ার ব্রিগেডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, যোগেশ্বরী ওয়েস্টের এসবি রোডে অবস্থিত জেএমএস বিজনেস সেন্টারে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের ১২টি ইঞ্জিন ও ১০৮টি অ্যাম্বুলেন্স। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কী ভাবে ওই বউ তলে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ইলেকট্রিক্যাল থেকেই এই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।।





