Header AD

নিম্নচাপের জেরে ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

ভ্যাপসা গরম আর অস্বস্তিতে নাজেহাল শহরবাসী। এর মাঝে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস  আলিপুর আবহাওয়া দফতরের। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন আবহাওয়া বেশ শুকনো থাকবে বলেই জানা গিয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর সুস্পষ্ট হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। ধীরে ধীরে তা এগোচ্ছে উত্তরের দিকে । ক্রমে তা নিম্নচাপের আকার নিতে পারে । তবে পশ্চিমবঙ্গের উপর  তার কী প্রভাব পড়বে তা এখনও সুস্পষ্ট নয়। এর প্রভাবে পশ্চিমবঙ্গের কিছু জেলায় আগামী কয়েক দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু উপকূল সংলগ্ন এলাকায় তৈরি হয়েছিল একটি নিম্নচাপ অঞ্চল। তা ক্রমশ সুস্পষ্ট আকার নিয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলে ওই অঞ্চল থেকে তৈরি হতে পারে নিম্নচাপ।এরপর তা তামিলনাড়ু, পুদুচেরী ও অন্ধ্রের উপর দিকে এগোবে। এর প্রভাবে দক্ষিণের ওই রাজ্যগুলিতে কিছুটা ঝড়বৃষ্টি হতে পারে ।

আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি । রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।  এছাড়াও, উত্তর ২৪ পরগনায় মঙ্গলবার থেকে এবং পশ্চিম মেদিনীপুরে সোমবার থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা । আগামী বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টিস্নাত হতে পারে কলকাতাও।তবে বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই আপাতত।

অপরদিকে উত্তরবঙ্গের  দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে শনিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে পারে।যা চলবে  বৃহস্পতিবার পর্যন্ত।