Header AD

নরেন্দ্রপুরে কারখানার শৌচালয় থেকে কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নরেন্দ্রপুরে পানীয় প্রস্তুতকারক একটি সংস্থার কারখানার শৌচালয় থেকে কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার!  ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পনামাফিক খুন করা হয়েছে তাঁকে। শুক্রবার সকালে নিহতের পরিজনদের সঙ্গে নিয়ে ওই কারখানায় বিক্ষোভ দেখান শ্রমিকরা।

জানা গিয়েছে, নিহত বছর তিরিশের কবীর হোসেন মোল্লা গত বুধবার বাড়ি থেকে বেরন। পরিবারের লোকজনের দাবি, কিছুক্ষণের মধ্যে ফোন সুইচড অফ হয়ে যায়। স্বাভাবিকভাবে  পরিবারের লোকজন আর তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। বাধ্য হয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। অভিযোগ জানাতে তাঁরা কারখানা চত্বরে গিয়ে বাইকও দেখতে পান। তবে কারখানা কর্তৃপক্ষের তরফে পরিবারকে কোনওরকম সাহায্য করা হয়নি বলেই অভিযোগ। শুক্রবার সকালে ওই কারখানার শৌচালয় থেকে কবীর হোসেনের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। সেই সময় ভিতর থেকে শৌচালয়ের দরজা বন্ধ ছিল বলে খবর। তাঁর সারা শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ভারী কিছু দিয়ে মুখে আঘাত করে খুন করা হয়েছে তাঁকে।

নিহতের পরিজনদের অভিযোগ, পরিকল্পনামাফিক খুন করা হয়েছে কবীরকে। তবে নির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে অভিযোগ করেননি তাঁরা। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মাঝে দু’দিন কেটে গেলেও কীভাবে দেহ নজর এড়িয়ে গেল, সে প্রশ্নও উঠেছে। পুলিশ পরিবারের লোকজনের অভিযোগ খতিয়ে দেখছে। যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।