Header AD

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ‘বেআইনি’ কনটেন্ট সরানোর নিয়মে বড় বদল আনছে কেন্দ্র

সোশাল মিডিয়া থেকে বেআইনি ও আপত্তিকর কনটেন্ট সরানোর নিয়মে বড়সড় রদবদল আনছে কেন্দ্র সরকার। বিজ্ঞপ্তি জারি করে একথা স্পষ্ট করেছে ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। এবার থেকে কেবলমাত্রা কেন্দ্র এবং রাজ্য স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাই কনটেন্ট ‘ব্লক’করতে পারবেন।

জানা যাচ্ছে, তথ্য প্রযুক্তি বিধি, ২০২১-এর সংশোধনী অনুসারে, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং এক্সের মতো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে কন্টেন্ট ব্লকিং নোটিস দিতে পারবেন কেবলমাত্র যুগ্ম সচিব বা সমমানের পদমর্যাদার কোনও ঊর্ধ্বতন কর্মকর্তাই। তবে যদি যুগ্ম সচিব নিযুক্ত না করা হয়ে থাকে, সেক্ষেত্রে সম পদমর্যাদার কোনও কর্মকর্তা তা পাঠাতে পারবেন। পাশাপাশি পুলিশ বিভাগের ক্ষেত্রে, কেবলমাত্র বিশেষভাবে অনুমোদিত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাই এই নোটিস জারি করতে পারবেন। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘কন্টেন্ট ব্লকিং’(content bolocking) আইনে কিছু পরিবর্তন করা হচ্ছে। এতদিন পর্যন্ত ২০০০ সালের তথ্য ও প্রযুক্তি আইন মেনে ‘বেআইনি’ কনটেন্ট সরিয়ে দেওয়া হত। কিন্তু এবার থেকে কেবল সিনিয়র পদমর্যাদার আধিকারিকদেরই এই অধিকার থাকবে।