মধ্যপ্রদেশের পর এবার বাংলাতেও কার্বাইড গান আতঙ্ক! দীপাবলি উৎসবের মরশুমে আনন্দ করতে গিয়ে দৃষ্টিশক্তি হারাতে বসেছে মালদহের ৯ শিশু-কিশোর। যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ ছড়িয়েছে জেলা জুড়ে। উদ্বিগ্ন চক্ষু বিশেষজ্ঞরাও। মধ্যপ্রদেশের ধাঁচেই মালদহেও চক্ষু চিকিৎসকদের চেম্বারে রোগীর ভিড় বাড়ছে । পাশাপাশি জানা গিয়েছে, একটি শিশুকে চিকিৎসার জন্য নেপালে নিয়ে যাওয়া হয়েছে।
মালদহের এক কিশোর চিকিৎসককে জানিয়েছে, ইউটিউব দেখে বাড়িতে থাকা খালি জলের বোতল আর কার্বাইড দিয়ে বন্দুক বানিয়ে ছিল সে। গ্যাসের ওভেন ধরানোর লাইটার দিয়ে আগুন জ্বালাতেই বিস্ফোরণ। চোখে আঘাত লাগে। বাড়িতে জল দিয়ে বারবার চোখ পরিষ্কার করার পরও এখনও স্বাভাবিক হয়নি দৃষ্টি। অন্যদিকে আরেক ব্যক্তি চিকিৎসককে জানিয়েছেন, গ্রামেরই একজন কার্বাইড গান তৈরি করেছিলেন। তাতে আগুন ধরে যায়। নেভানোর সময় হাত লেগে যায় কার্বাইডে। ভুলবশত সেই হাত চোখে লাগে। তারপর থেকেই সমস্যা বেড়ে যায়। এখন চোখে ঝাপসা দেখছেন বলেই জানান ওই ব্যক্তি। মালদহের এক চিকিৎসকের দাবি, আহত এক শিশুর রেটিনার ৮০% ক্ষতি হয়েছে।
চিকিৎসকদের দাবি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে, অনেকেই কার্বাইড গান বাড়িতেই বানিয়ে ফেলছেন। স্রেফ প্লাস্টিকের পাইপে কার্বাইড দিয়ে উপরে সামান্য জল ফেলে পাইপ জোরে ঝাঁকালেই বিকট আওয়াজে বাজি ফাটছে। আর এতেই বিপদ ঘটছে। আদতে কার্বাইড গান কোনও ভাবেই শিশুদের খেলার উপকরণ নয়, এটি আসলে বিস্ফোরক। তাই অবিলম্বে এই বিষয়ে অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চক্ষু চিকিৎসকরা ।





