বড়বাজার থেকে গ্রেপ্তার টেলিভিশন অভিনেত্রী রূপা দত্ত। পোস্তায় চুরির ঘটনায় বড়বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সূত্রের খবর, গত ১৫ অক্টোবর পোস্তা থানার অধীনে আদি বাঁশতলা লেনের এক দোকানে কেনাকাটা করছিলেন দীপা আগরওয়াল। পাশে রাখা ছিল তাঁর ব্যাগ। যার মধ্যে ছিল বেশ কয়েকটি সোনার অলঙ্কার এবং নগদ চার হাজার টাকা। হঠাৎই তিনি লক্ষ করেন তাঁর ব্যাগ উধাও! দোকানি বা তার আশপাশের লোকেদের জিজ্ঞাসাবাদ করেও ব্যাগের হদিস মেলেনি। অগত্যা পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং` সিসিটিভি ফুটেজ ও সূত্রের তথ্যের ভিত্তিতে রূপা দত্তকে বৃহস্পতিবার রাতে বড়বাজার নন্দরাম মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।তদন্তে নেমে অভিনেত্রীর বাড়ি থেকে মোট ৬২.৯৫ গ্রাম সোনার গয়না উদ্ধার করে পুলিশ। জানা যায় এর আগেও এরকম ধরনের ঘটনা ঘটিয়েছেন তিনি।
গ্রেপ্তারের পর জেরায় পুলিশ জানতে পারে, অভিযুক্ত বিনোদনজগতের সঙ্গে যুক্ত ছিলেন। টিভিতে অভিনয়ও করেছেন। তবে অনেক দিন ধরে অভিনয়ের কাজ করতেন না। তিনি তদন্তকারীদের জানিয়েছেন, সংসার চালাতে বিগত কয়েক বছর ধরে চুরি-জাতীয় নানা অপরাধে জড়িয়ে পড়েছেন। সূত্রের খবর, শুক্রবার অভিযুক্তকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ।





