Header AD

ফের মেট্রো বিভ্রাট! লাইনে জল ঢুকে ব্যহত পরিষেবা, ঘণ্টাখানেক পর স্বাভাবিক

আবারও মেট্রো বিভ্রাট! মঙ্গলবার দুপুর নাগাদ কলকাতা মেট্রোর ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর) ঘণ্টা খানেকের জন্য ফের বন্ধ রাখা হল পরিষেবা। সূত্রের খবর, দুপুর আড়াইটের পর সেন্ট্রাল স্টেশনের পর থেকে ডাউন লাইনে মিলছিল না কোনও ট্রেন। ভাঙা পথে চলছিল মেট্রো। সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছিল ট্রেন। মেট্রো বিভ্রাটের জেরে  ঘণ্টাখানেকের জন্য বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। পাশাপাশি  SIR এর আতঙ্কে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলের জেরে বেলা থেকেই কার্যত স্তব্ধ হয়ে যায় সেন্ট্রাল অ্যাভিনিউ। যার কারণে ভোগান্তির শিকার হন যাত্রীরা।

মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কন্নান জানান, ময়দানের কাছে লাইনে জল ঢুকছিল। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নেওয়া হয় এই সিদ্ধান্ত । দুপুর ৩টে ১৯ মিনিটের পর থেকে সেন্ট্রাল ও টালিগঞ্জের মধ্যে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। কী হয়েছে, তা খতিয়ে দেখতে মেট্রোর ইঞ্জিনিয়ারেরা ঘটনাস্থলে পৌঁছন। তারপর সব খতিয়ে দেখে পরিষেবা ফের চালু করা হয়। মেট্রোর তরফে জানানো হয়েছে,  প্রায় ৪টে নাগাদ সম্পূর্ণ পথে পরিষেবা চালু হয়েছে।