Header AD

ইন্টারভিউয়ে ডাক ‘দাগি’দের! SSC-কে ‘অযোগ্য’দের বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ হাই কোর্টের

একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকাতেও স্থান পেয়েছে ‘দাগি’দের নাম! এবার SSC-কে সেই নামের তালিকা প্রকাশ করতে বলল কলকাতা হাই কোর্ট। এক নামে একাধিক ব্যক্তি থাকতে পারে। সেই বিভ্রান্তি কাটাতে ‘দাগি’দের নামের পাশাপাশি অভিভাবকদের নাম-সহ আরও বিস্তারিত তথ্য দিয়ে তালিকা প্রকাশ করতে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। শুনানিতে বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, তালিকায় ‘দাগি’দের নাম থাকলে তাঁরা নিয়োগে অংশ নিতে পারবেন না। এরপরেও কোনও প্রার্থী যদি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন তাহলে তার নাম বাদ দিতে হবে। এই মর্মে এদিন সুপ্রিম কোর্টের নির্দেশের কথা স্মরণ করিয়ে দেন বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩ ডিসেম্বর।

শনিবার রাতে এসএসসির একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ পায়। সেই তালিকা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। চাকরিপ্রার্থীদের একাংশের অভিযোগ , পুরো নম্বর পেয়েও নতুন পরীক্ষার্থীদের অনেকে ইন্টারভিউয়ে ডাক পাননি। এমনকী ইন্টারভিউয়ের তালিকায় ‘অযোগ্য’ প্রার্থীদের নাম রয়েছে বলেও অভিযোগ উঠেছে । এরপরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। বুধবার সেই মামলার শুনানি হয়।

শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা জানান, ২০১৬ এবং ২০২৫ এর নিয়োগ প্রক্রিয়ায় একই ব্যক্তির রোল নম্বর ভিন্ন ভিন্ন হয়। শুধুমাত্র নাম প্রকাশ করলে কোন ব্যক্তির পরিচয় নিয়ে নিশ্চিত হওয়া যায় না। একই নামের একাধিক ব্যক্তি থাকতে পারেন। সহজেই যাতে ‘দাগি’দের শনাক্ত করা যায়, সেই উদ্দেশ্যেই সুপ্রিম কোর্ট নাম প্রকাশ করতে বলেছিল। সেই মতো বিস্তারিত তথ্য দিয়ে সেই নামের তালিকা প্রকাশ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

অন্যদিকে কমিশনের তরফে আইনজীবী জানান, ‘দাগি’ প্রার্থীদের চারজনের নাম মামলাকারীরা দিয়েছেন। এদের মধ্যে ২ জন বিশেষভাবে সক্ষম। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে। এ প্রসঙ্গে বিচারপতি অমৃতা সিনহা পালটা জানান, সুপ্রিম কোর্ট বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় দেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু এরা তো ‘দাগি’। এরপরেও কীভাবে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবেন তা নিয়ে প্রশ্ন তোলে হাই কোর্ট। এর পরিপ্রেক্ষিতে কমিশনের পালটা দাবি, সুপ্রিম কোর্টের রায় মেনে কাজ করছে এসএসসি। আদালত বারণ করলে আমরা নাম বাদ দিয়ে দেব।
এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কমিশন দাগিদের তালিকা প্রকাশ করেনি বলে অভিযোগ মামলাকারীদের আইনজীবীর। এমনকী সেই তালিকায় নির্দিষ্টভাবে ‘দাগি’দের শনাক্ত করা যাচ্ছে না বলেও অভিযোগ করেন। তবে মামলাকারীদের দাবি মেনে তালিকা প্রকাশে কমিশন যে বাধ্য নয় তা পালটা জানান এসএসসির আইনজীবী।