Header AD

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, বাড়বে তাপমাত্রা! কী বলছে হাওয়া অফিস?

শীতের আমেজ এখন বাংলা জুড়ে। হালকা কুয়াশা, হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত চলে এসেছে। এরই মাঝে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এবং পরবর্তী ৪৮ ঘণ্টায় তা আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এর জেরে আবারও তাপমাত্রা খানিকটা বেড়েছে বঙ্গে। আপাতত আগামী চার-পাঁচ দিনে আবহাওয়ার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উঁচুতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত । এছাড়াও, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শনিবার নতুন করে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। এর কারণে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃদ্ধি পাবে তাপমাত্রা। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের দিকে তাপমাত্রা ২ ডিগ্রি বাড়তে পারে।

শুক্র, শনি এবং রবিবার দার্জিলিংসহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য পরিমাণ বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরের দিকে দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু জায়গায় হালকা কুয়াশা থাকতে পারে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। এ ছাড়া, শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি, আলিপুরদুয়ারে ১৩ ডিগ্রি এবং দার্জিলিঙে ৭.২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।