Header AD

SIR-এর কাজের অতিরিক্ত চাপে ‘সেরিব্রাল স্ট্রোকে’ আক্রান্ত বিএলও, কাজে অব্যাহতি দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজে অতিরিক্ত চাপে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন কোন্নগরের বুথ স্তরের আধিকারিক (BLO) তপতী বিশ্বাস। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, প্রৌঢ়ার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। অর্থাৎ, সেরিব্রাল অ্যাটাক হয়েছে তাঁর। বর্তমানে তিনি কোন্নগর পুরসভার হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের অভিযোগ , এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এসআইআর-এর কাজের চাপ এবং দুশ্চিন্তা থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিষয়টা জানাজানি হতেই এবার সেই বিএলওকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন। 

কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে বিএলও-র দায়িত্ব পালন করছেন তপতী। তিনি কোন্নগর নবগ্রামের বাসিন্দা এবং পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। তপতীর বয়স প্রায় ৬০ বছরের কাছাকাছি। সেরিব্রাল অ্যাটাকের কারণে তাঁর বাঁ দিক অবশ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

SIR শুরুর পর থেকেই পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছিলেন তপতী । তাঁর পরিবারের এক সদস্য জানিয়েছেন, এসআইআর-এর ফর্ম বিলি করা, তা জমা নেওয়া এবং তার তথ্য অ্যাপে আপলোড করার কাজের চাপ তপতী নিতে পারছিলেন না। নাজেহাল হয়ে পড়েছিলেন গত কয়েক দিনে। ইন্টারনেটের সমস্যার কারণে কিউআর কোড স্ক্যান করে ফর্মের তথ্য আপলোড করা যাচ্ছিল না। ফর্ম জমা নেওয়ার জন্য ঘন ঘন ফোন আসছিল , চিন্তায় রাতে ঘুমোতে পারছিলেন না । এরই জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি।

হাসপাতাল থেকে জানানো হয়েছে , তপতীর রক্তে শর্করার মাত্রা বেশি। উচ্চ রক্তচাপও রয়েছে। সেই কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। নিয়মিত ওষুধ না-খাওয়ার কারণে রক্তচাপ এবং সুগার নিয়ন্ত্রণে ছিল না প্রৌঢ়ার। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, বাংলায় এসআইআর সংক্রান্ত প্রক্রিয়া ঘোষণার পর থেকেই জনমানসে ছড়িয়েছে আতঙ্ক। যার পরিণতিতে একের পর এক মর্মান্তিক ঘটনার খবর রোজই শিরোনামে উঠে আসছে। বুধবার সকালেই মালবাজারে এক মহিলা বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তাঁর পরিবারও SIR-এর কাজে অতিরিক্ত চাপের অভিযোগ এনেছেন। পাশাপাশি রায়গঞ্জেও এসআইআর -এর চাপে এক BLO অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর।