Header AD

দেশের সব নির্বাচনে ভোট দিয়েও ২০০২ SIR তালিকায় নাম নেই! চিন্তায় ১০০ পেরনো বৃদ্ধ

স্বাধীনতার আগে জন্ম। বয়স একশো পেরিয়েছে। দেশে যতবার নির্বাচন হয়েছে ততবারই ভোট দিয়েছেন। তা সত্ত্বেও ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই বৃদ্ধের। সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া এলাকার তিন নম্বর গুমটির বাসিন্দা মহম্মদ ইসফাক খান। ১৯২৫ সালে তাঁর জন্ম। ৮৬ নম্বর বুথের ভোটার। এই এসআইআর-এ ও নাম থাকবে কি না তা নিয়ে চিন্তায় পড়েছেন বৃদ্ধ ও তাঁর পরিবার।

কাজের সূত্রে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে বাঁশবেড়িয়া চলে এসেছিলেন বৃদ্ধ। সেই থেকেই তিনি তিন নম্বর গুমটির বাসিন্দা। ছেলে, মেয়ে, নাতি, নাতনি নিয়ে বৃদ্ধের পরিবারে মোট ৩০ জন ভোটার। পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্য তিনি। অথচ শেষ এসআইআরে তাঁরই নাম নেই। যদিও বর্তমানে এসআইআরের জন্য তিনি এনুমারেশান ফর্ম পেয়েছেন। তবে এখন প্রশ্ন ভোটার তালিকায় তাঁর নাম থাকা নিয়ে। বৃদ্ধ ভোটারের ছেলে মহম্মদ সাজ্জাদ খানের কথায়, “আমাদের পরিবারের কর্তা হলেন বাবা। আমার নাম আছে, আমার ছেলের নাম আছে। শুধু বাবার নামটাই নেই। অথচ শেষ লোকসভা, বিধানসভা, ২০০২-এর আগে এবং পরে সব নির্বাচনেই ভোট দিয়েছেন তিনি। গত লোকসভায় বাড়িতে এসে ভোট নিয়ে গেছেন ভোটকর্মীরা।”

এসআইআর শুরু হওয়ার পর রাজ্যের একাধিক প্রান্তে সামনে এসেছে আত্মহত্যার অভিযোগ। বুধবার সকালে তা নিয়ে এক্স হ্যান্ডেলে কমিশনকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘রাজ্যে এসআইআর শুরুর পর ২৮ জনের মৃত্যু হয়েছে। মূল্যবান প্রাণ চলে যাচ্ছে নির্বাচন কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে।‘ পাশাপাশি মুখ্যমন্ত্রী অবিলম্বে এই পরিস্থিতি মোকাবিলায় কমিশনকে পদক্ষেপের আর্জি জানিয়েছেন।