ফেসবুকে কুরুচিকর মন্তব্যের জেরে গ্রেপ্তার হলেন এক বিজেপি নেতা। ধৃতের নাম স্বপন গাইন। তিনি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সায়নী ঘোষের নামে কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দহ পশ্চিমপাড়া এলাকায়। গতকাল, বৃহস্পতিবার রাতে ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় মুখে কুলুপ স্থানীয় বিজেপি নেতৃত্বের।
ধৃতকে প্রাথমিকভাবে জেরা করছেন তদন্তকারীরা। কেন তিনি সমাজ মাধ্যমে এই ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন তা জানতে চান তদন্তকারী আধিকারিকরা। কিন্তু ধৃত ব্যক্তি কোনও সদুত্তর দিতে পারেননি বলে পুলিশ সূত্রে খবর। আজ, শুক্রবার ধৃতকে আদালতে তোলা হয় বলে খবর।





