Header AD

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ নির্বাচন কমিশন! CCTV ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে ট্যুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

নির্বাচন কমিশনের সময় মেনেই দিল্লিতে কমিশনের দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। কমিশন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানান, তৃণমূলের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar, CEC)। অথচ কমিশন সূত্রে দাবি করা হয়েছে, তৃণমূলের সব প্রশ্নের উত্তর নাকি তাঁরা দিয়েছেন। এমনকি তৃণমূলের আনা অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করেছে কমিশন (Election Commission)। কমিশনের এই মিথ্যাচারের পরই সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। কমিশনরে সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ করেন তিনি।

তাঁর দাবি, SIR নিয়ে তৃণমূলের প্রতিনিধি দল যে প্রশ্ন গুলি করেন তার পুঙ্খানুপুঙ্খ জবাব নাকি নির্বাচন কমিশন দিয়েছে, যার সর্বৈব মিথ্যা। এই তথ্য শুধুমাত্র ভুল পথে চালনা করার জন্য নয়, এগুলি ডাহা মিথ্যে। যদি কমিশনের সত্যিই কিছু লুকানোর না থাকে এবং স্বচ্ছতাই যদি তাঁদের উদ্দেশ্য হয়,তাহলে তাঁদের উচিত এখুনি সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ ও আর যা প্রমাণ রয়েছে তাঁদের কাছে, তা প্রকাশ্যে নিয়ে আসা । এর কম কিছু হলেই তাঁদের প্রতি নেতিবাচক বিশ্বাস জন্মাবে ও তাঁদের উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে ।

এর পাশাপাশি কমিশনের থেকে তৃণমূল যে স্বচ্ছ্ব উত্তর দাবি করে, তা স্পষ্ট করে দিয়ে অভিষেক লেখেন, কয়েক ঘণ্টা খুবই কম সময়, আপনার যত দিন প্রয়োজন ততদিন নিয়ে নিন এবং যে পাঁচটি মৌলিক প্রশ্নের উত্তর দিন।

কমিশনের মিথ্যাচার প্রমাণ করার সব তথ্য যে তৃণমূলের কাছে রয়েছে, তা উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধায়ের স্পষ্ট চ্যালেঞ্জ, আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে যে আপনাদের পেশ করা তথ্য মনগড়া, মিথ্যা এবং একইসঙ্গে বিকৃত। কাজেই বাংলা বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামার আগে আরও একবার ভেবে দেখবেন। সেই সঙ্গে হুঁশিয়ারির সুরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বাংলার শাসকদলের দিকে আঙুল তোলার আগে যেন দুবার ভাবা হয়। কেন্দ্রে ক্ষমতাসীন দল বা অন্য কারও চাপের কাছেই মাথা নত করবে না বাংলা।