সাধারণ মানুষের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ নিতে চলছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)- এর কাজ চলছে। এসআইআর শুনানি শুরু হলে পুরসভায় ভিড় বাড়বে। সেই ভিড় সামাল দিতে অতিরিক্ত কর্মী প্রয়োজন। সেই কারণে নতুন করে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে । শুক্রবার ‘টক টু মেয়র’ কর্মসূচিতে পুরসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, ‘এসআইআরের শুনানি শুরু হলে জন্ম বা মৃত্যুর শংসাপত্র নেওয়ার ভিড় বাড়বে। তা সামাল দিতে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে।’
মূলত সাধারণ মানুষের সুবিধার জন্যই এই বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা।শুক্রবার মেয়র ফিরহাদ জানান,অনলাইনের পাশাপাশি অফলাইনেও এই শংসাপত্র যাতে সংগ্রহ করতে পারেন মানুষজন, সে বিষয়ে জোর দেওয়া হচ্ছে। কারও যদি পঞ্চাশ বছর আগের কেওড়াতলা শ্মশানের কোনও নথির প্রয়োজন পড়ে, সেগুলি খুঁজে বার করতে হবে রেকর্ড রুম থেকে। সেই সব কথা মাথায় রেখেই বাড়তি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে অতিরিক্ত কর্মী থাকবেন সংশ্লিষ্ট বিভাগ গুলিতে।





