Header AD

রেলের দক্ষিণ শাখায় বাতানুকূলহীন কামরায় মিলবে বালিশ-বিছানা, খুশি যাত্রীরা

রেল যাত্রীদের জন্য সুখবর! যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় রেল। সেই লক্ষ্যে চালু হতে চলেছে  আরও একটি নতুন ব্যবস্থা। স্লিপার কামরাতেও এবার থেকে পাওয়া যাবে বালিশ এবং চাদর। রেলের দক্ষিণ শাখার তরফে জানানো হয়েছে এই কথা। আগামী ১ জানুয়ারি থেকে চালু হবে এই ব্যবস্থা। প্রথম দফায় ১০টি এক্সপ্রেস ট্রেনে পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

সূত্রের খবর , রেলের দক্ষিণ শাখায় এবার থেকে বাতানুকূল নয় এমন কামরায় যাঁরা ভ্রমণ করবেন, তাঁরাও সামান্য খরচেই পেয়ে যাবেন বালিশ এবং চাদর। বর্তমানে এই ব্যবস্থা শুধুমাত্র বাতানুকূল কামরার যাত্রীদের জন্যই চালু করা হবে। যারা সাধারণ কামরায় যাতায়াত করেন, তাদের নতুন এই ব্যবস্থায় উপকার হবে, বিশেষত শীতকালে। জানা গিয়েছে, ৫০ টাকায় পাওয়া যাবে একটি বিছানার চাদর, একটি বালিশ ও একটি বালিশের কভার। একটি বিছানার চাদরের দাম হবে ২০ টাকা। একটি বালিশ এবং তাঁর কভারের দাম হবে ৩০ টাকা।

প্রসঙ্গত,২০২৩-২৪ সালে রেলের ভাড়ার বাইরে অন্য পদ্ধতিতে আয় বৃদ্ধির জন্য চালু করা হয় এক নতুন ব্যবস্থা। ইতিমধ্যেই এই ব্যবস্থায় শুরু হতে চলা প্রকল্পটি যাত্রীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। এই ব্যবস্থায়, একজন ঠিকাদারকে বেডরোল কেনা, যান্ত্রিকভাবে ধোয়া, প্যাকিং, লোডিং, বিতরণ এবং সংরক্ষণের দায়িত্ব দেওয়া হবে।  তিন বছরে এই পরিষেবা চেন্নাই বিভাগের জন্য ২৮.২৭ লক্ষ টাকা রাজস্ব আয় করবে বলে আশা করা হচ্ছে।