Header AD

ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! মহেশতলায় দলীয় সভায় কর্মীর মুখে ছোড়া হল গরম চা

ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সাংগঠনিক জেলার দলীয় সভার মধ্যেই দুই গোষ্ঠীর তুমুল বিবাদ বাঁধল, চলল ধাক্কাধাক্কি। এক বিজেপি কর্মীর মুখে গরম চা ছোড়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় । ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক চর্চা। বিজেপি কর্মী সঞ্জীব সেন ছাড়াও বিবাদমাণ দুই গোষ্ঠীই লিখিত অভিযোগ দায়ের করেছে মহেশতলা থানায়।

ডায়মন্ডহারবারের সরিষার পর আবারও বিজেপির ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার সভার মধ্যেই দলীয় দ্বন্দ্ব প্রকাশ্যে এল। তুমুল বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি চলল বিজেপির নেতা এবং কর্মীদের মধ্যে। শুক্রবার রাতে বিজেপির ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার মহেশতলার ৬ নম্বর মণ্ডলের একটি বৈঠক চলছিল মহেশতলার নুঙ্গি স্টেশন সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয়ে। অভিযোগ, সভার মধ্যেই প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দারের সঙ্গে বেশ কিছু বিজেপি কর্মীর তর্কবিতর্ক হয়। সেই সময় মিটিং ছেড়ে বেরিয়ে আসেন বিজেপি কর্মী সঞ্জীব সেন। কিছুক্ষণ পরে সেই তর্কবিতর্ক থেমেও যায়। তবে পার্টি অফিস থেকে বাইরে বেরিয়ে যান বিজেপির প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দার।

অভিযোগ, বিজেপিরই প্রাক্তন বস্তি উন্নয়ন সেলের কনভেনার সঞ্জীব সেনকে লক্ষ্য করে গরম চা ছুড়ে দেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দার। আক্রান্ত বিজেপি কর্মী সঞ্জীব সেনের অভিযোগ, সেই গরম চা তাঁর ডান চোখে পড়ে। গরম চা পড়ার কারণে চোখে জ্বালা এবং যন্ত্রণা অনুভব করেন। এছাড়াও চোখে দেখতেও তাঁর সমস্যা হচ্ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় বিজেপির কর্মীদের মধ্যে।

এই ঘটনার খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আক্রান্ত বিজেপি কর্মী সঞ্জীব সেন মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানা থেকেই তাঁকে চিকিৎসার জন্য বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।