Header AD

ঘূর্ণিঝড় বিধ্বস্ত শ্রীলঙ্কয় আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে হাই কমিশন! ‘অপারেশন সাগর বন্ধু’ অভিযান ভারতের

ঘূর্ণিঝড় দিতওয়ার তাণ্ডবে বিধ্বস্ত শ্রীলঙ্কা। একটানা ভারী বর্ষণের ফলে বন্যা ও অন্যদিকে ভূমিধসের ফলে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। ঘূর্ণিঝড়ের দাপটে  বাড়ছে মৃতের সংখ্যা। নিখোঁজ বহু মানুষ। এই ভয়াবহ পরিস্থিতিতে বহু পর্যটক আটকে পড়েছেন। যার মধ্যে রয়েছে বহু ভারতীয়ও। আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে এগিয়ে এসেছে ভারতীয় হাই কমিশন। চালু করেছে হেল্পলাইন নম্বর। এছাড়াও, কলম্বোর বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে খোলা হয়েছে জরুরি সহায়তা ডেস্ক।  

বিধ্বস্ত শ্রীলঙ্কায় আটকে পড়া ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে হাই কমিশন। খাবার, জল এবং অন্যান্য প্রাথমিক সহায়তাও পৌঁছে দেওয়া হচ্ছে। অফলাইনের পাশাপাশি অনলাইনের মাধ্যমেও করা যাবে রেজিস্ট্রেশন। ভারতীয় হাই কমিশনের তরফে একটি অনলাইনে লিঙ্ক দেওয়া হয়েছে। এছাড়াও +94 773727832- হেল্পলাইন নম্বরে শ্রীলঙ্কায় আটকে পড়া ভারতীয়রা যোগাযোগ করতে পারবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি এই নম্বরে হোয়াটসঅ্যাপের সুবিধাও রয়েছে।

 উল্লেখ্য, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীলঙ্কায় প্রাকৃতিক দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন তাঁদেরকে উদ্দেশ্য করে এক্স হ্যান্ডলে লেখেন, “ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সহমর্মিতা জানাই। দুর্যোগের জেরে আহত, ঘরছাড়া মানুষদের দ্রুত সুস্থতা কামনা করি। ‘অপারেশন সাগর বন্ধু’ অভিযানে নেমেছে ভারত। জলসীমার সব চেয়ে কাছে থাকা প্রতিবেশী রাষ্ট্রে ইতিমধ্যেই প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে ভারত। শ্রীলঙ্কার বিপদে ভারত সর্বক্ষণ পাশে আছে।” বিদেশমন্ত্রী এস জয় জয়শঙ্কর জানিয়েছেন, ত্রাণসামগ্রী নিয়ে আইএনএস বিক্রান্ত এবং আইএনএস উদয়গিরি শ্রীলঙ্কার উপকূলে পৌঁছে গিয়েছে। এছাড়াও আগামী দিনে আরও ত্রাণসামগ্রী ভারতের তরফে পাঠানো হবে শ্রীলঙ্কায়।