Header AD

‘আমরা কোনও ধর্মস্থানে হাত দিতে দেব না’, সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

ওয়াকফ প্রপার্টি আইন আমরা করিনি। সেন্ট্রাল করেছে। পরিষ্কার জেনে রাখুন। আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব করে বারণ করেছি। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছিলাম রাজ্যসরকারের তরফে। তাছাড়া আমি যতদিন আছি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আপনারা বিশ্বাস রাখবেন আমরা কোনও ধর্মস্থানে হাত দিতে দেব না।” সংশোধিত ওয়াকফ আইন নিয়ে মালদহের সভা থেকে এভাবেই ফের সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মালদহের সভায় সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করলেন তিনি। জানালেন, তিনি থাকতে কারও কোনও সম্পত্তিতে হাত দিতে দেবেন না।

উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ বিল (Waqf Bill) পাশ হয়ে, এখন তা আইনে পরিণত হয়েছে। নতুন আইন অনুযায়ী, কোনও সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসাবে ঘোষণা করার অধিকার শুধুমাত্র ওয়াকফ বোর্ডের হাতে থাকবে না। জেলাশাসক বা সম পদমর্যদার কোনও আধিকারিক চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন। এই আইন পাশ হতেই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। উত্তপ্ত হয়ে ওঠে বাংলার মুর্শিদাবাদ সহ একাধিক জায়গা। তৃণমূল প্রথম থেকেই এই আইনের বিরোধিতা করেছে। সুপ্রিম কোর্টে এই আইন নিয়ে মামলাও হয়েছে। তবে সম্প্রতি কেন্দ্রীয় পোর্টেলে ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে। এরপরই তা নিয়ে বিভ্রান্তি ছড়ায়।

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী মালদহের সভা থেকে বলেন, “আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না। তুমি আমাকে হিন্ধুত্ব শেখাবে না। মনে রাখবেন আমরা সেক্যুলার।” মানুষকে বিশ্বাস রাখার কথা বলেছেন তিনি।