মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক এএসআই পদের পুলিশকর্তার। ঘটনাটি ঘটেছে হুগলির মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি পালপাড়ায়। সোমবার রাতে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দ্রুত গতিতে ছুটে আসা একটি বাইক তাঁকে ধক্কা মারে। চুঁচুড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।
সূত্রের খবর ,মৃত পুলিশকর্মীর নাম রাজেশ মাণ্ডি। তিনি বারাকপুর পুলিশ কমিশনারেটের এএসআই পদে কর্মরত ছিলেন। মগরা থানার অধীনে চন্দ্রহাটি ফাঁড়ির অন্তর্গত পালপাড়ার বাসিন্দা ছিলেন রাজেশ। পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। জানা যায়, মাসখানেক আগে অসুস্থ থাকায় বেশ কয়েকদিন কাজ থেকে ছুটি নিয়ে বাড়িতেই ছিলেন তিনি।
পরিবারের তরফ থেকে জানানো হয়েছে , সোমবার রাতে সাইকেল নিয়ে বাজারে বেরিয়ে ছিলেন রাজেশ। বাজার থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দ্রুত গতিতে ছুটে আসা একটি বাইক তাঁকে ধাক্কা মারে এবং তিনি রাস্তায় ছিটকে পড়েন । বিকট শব্দ শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন সহ দুই জন সিভিক ভলান্টিয়ারাও। তাঁরা রক্তাক্ত অবস্থায় রাজেশকে উদ্ধার করে মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানে তাঁর অবস্থার অবনতির ফলে তাঁকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





