Header AD

SIR-এ কাজের চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ! খতিয়ে দেখে আর্থিক সাহায্যে প্রস্তুত কমিশন

SIR বা বিশেষ নিবিড় সংশোধনের কাজের চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠছে বারবার। এবার সেই বিএলওদের পরিবারকে আর্থিক সাহায্যে সবুজ সংকেত দিল কমিশন। সম্প্রতি SIR-এর সময়সীমা বাড়িয়েছে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার ১২ রাজ্যে সিইওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে  প্রয়োজন অনুযায়ী ডেডলাইন বাড়ানোর ইঙ্গিতও দিয়েছে কমিশন।

অক্টোবরের শেষদিকে বাংলা সহ মোট ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR বা বিশেষ নিবিড় সংশোধনের ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। প্রথমদিকে এই কাজ শেষ করার জন্য খুব অল্প সময় বেঁধে দেওয়া হয়েছিল। যার কারণে বিপাকে পড়েন বিএলওরা। যদিও পরবর্তীতে বিএলওদের কথা মাথায় রেখে বাড়ানো হয় সময়সীমা। এরই মাঝে শুক্রবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন SIR-এর প্রক্রিয়া চলা মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের CEO-রা। ভার্চুয়াল বৈঠকে কমিশন CEO-দের জানায়, যদি SIR-এর কাজের জন্য ডেডলাইন বাড়াতে হয়, তাহলে সংশ্লিষ্ট রাজ্যের সিইও দপ্তর যেন নির্বাচন কমিশনের কাছে বিষয়টির সুপারিশ করে। কমিশন বিষয়টি খতিয়ে  দেখার পর  সিদ্ধান্ত নেবে। সেইসঙ্গে, SIR এর কাজের চাপে একাধিক রাজ্যে বিএলওদের মৃত্যুর যে অভিযোগ উঠছে, তা নিয়েও ভাবছে নির্বাচন কমিশন। শুক্রবারের বৈঠকে তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ভাবা হয়েছে বলে জানিয়েছে কমিশন। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি খতিয়ে দেখে সাহায্যের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে।