Header AD

‘এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। এখানে হুকুম চলবে না’ ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে হেনস্তায় বিজেপিকে নিশানা তৃণমূলনেত্রীর

ব্রিগেডে ‘৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠানে আমিষ খাবার বিক্রি করাকে কেন্দ্র করে ২ চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ময়দান থানার পুলিশ। সেই ধৃতরা হলেন, উত্তর ২৪ পরগনার গোবরডাঙার সৌমিক গোলদার, হুগলির উত্তরপাড়ার তরুণ ভট্টাচার্য এবং অশোকনগরের স্বর্ণেন্দু চক্রবর্তী। বুধরাত রাতে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভা থেকে ব্রিগেডে প্যাটিস বিক্রতাদের বেধড়ক মারধরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ বার্তা, “এটা বাংলা, উত্তর প্রদেশ নয়। সবকটাকে গ্রেপ্তার করেছি।“

এই ঘটনায় আগেই ফুঁসে উঠেছিল তৃণমূল কংগ্রেস। এবার ব্রিগেডে গীতাপাঠ কর্মসূচিতে প্যাটিস বিক্রেতাদের মারধরের ঘটনা নিয়ে মুখ খুললেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের সভা থেকে বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ এক জন গরিব হকার তার জিনিস বিক্রি করতে গিয়েছে। তাকে ধরে মেরেছে। যারা গায়ে হাত দিয়েছে, সব ক’টাকে অ্যারেস্ট করেছি। এটা বাংলা, এটা ইউপি নয়। এখানে তোমাদের হুকুম চলবে না, আদেশও চলবে না।” এরপরেই ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচিকে বিঁধে তিনি বলেন, ‘গীতাপাঠ আমরা সবাই বাড়িতে করি। তার জন্য পাবলিক মিটিং করার কী আছে?’  ধর্মাচারণ ব্যক্তিগত, তা রাজনৈতিক প্রদর্শনের বিষয় হওয়া উচিত নয়। দুর্গাপুজো যখন হয়, তখন মিলেমিশে করি। আপনারা কে? যে ভেদাভেদ করছেন। আমি সবধর্মকে নিয়ে চলতে চাই।“ এ বিষয়ে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “আমিষ খাবার যাঁরা খান না, তারা খাবার কিনবেন না। কিন্তু বিক্রেতাকে মারধর করবেন কেন? ওঁরা ওখানে নানা জিনিস বিক্রি করে আয় করেন। এরকম করা যায় না। তীব্র নিন্দা করছি।”

গত রবিবার ব্রিগেডে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ওই কর্মসূচি চলাকালীনই ময়দান চত্বরে দু’জনকে চিকেন প্যাটিস বিক্রি করার জন্য মারধর করা হয় বলে অভিযোগ। এক প্যাটিস বিক্রেতাকে কান ধরে ওঠবস করানোরও অভিযোগ উঠেছে। এমনকি রিয়াজুল নামে এক বিক্রেতার প্রায় ৩ হাজার টাকার খাবার নষ্ট হয়। পরে গত মঙ্গলবার মহম্মদ সালাউদ্দিন এবং শেখ রিয়াজুল নামে ওই দুই প্যাটিস বিক্রেতা ময়দান থানায় অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে জোড়া এফআইআর রুজু করে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার ব্রিগেডের ওই ঘটনায় বেশ কিছু ভিডিও এবং ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, ওই ভিডিওএবং ছবির মাধ্যমেই সমস্ত অভিযুক্তদের চিহ্নিত করেছেন তদন্তকারীরা। আর সেই নিয়েই বৃহস্পতিবার কৃষ্ণনগর থেকে সুর চড়ালেন তৃণমূলনেত্রী।