Header AD

দলকে আরও জোটবদ্ধ করতে বুধে দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সংসদে চলছে শীতকালীন অধিবেশন। এই আবহে বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করতে তৎপর তৃণমূল কংগ্রেস। সেই প্রস্তুতির মধ্যেই দলের অন্দরমহলে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। জানা গিয়েছে, তৃণমূলের মহিলা সাংসদদের মধ্যে মনোমালিণ্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, সম্প্রতি দু-তিনজনের মধ্যে অশান্তি নাকি চরমে পৌঁছেছে। এবার সেই সমস্যা মেটাতে আসরে নামছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দিল্লিতে বৈঠক ডেকেছেন তিনি। আগামী বুধবার সকাল সাড়ে ১০টায় দিল্লির দলীয় দপ্তরে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক করবেন লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই সেই রণকৌশল স্থির করতে ব্যস্ত শাসক, বিরোধী উভয় শিবিরই। উন্নয়নকে হাতিয়ার করে আরও একবার ভোট বৈতরণী পার করার বিষয়ে আত্মবিশ্বাসী বাংলার শাসক শিবির তৃণমূল। এই পরিস্থিতিতে বারবার ঘরোয়া বৈঠকের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা নিজেদের মধ্যে মতবিরোধ মিটিয়ে আরও জোটবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন দলের নেতা-কর্মীদের। এর মাঝেই মহিলা সাংসদদের মধ্যে মতবিরোধের গুঞ্জন দলের অস্বস্তি অনেকটাই বাড়িয়েছে। তবে কাদের মধ্যে এই মতবিরোধ, তা এখনও স্পষ্ট নয়। তাই সে সমস্যা মেটাতে তড়িঘড়ি ব্যবস্থা নিতেই জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সেই বৈঠকের প্রথম লক্ষ্য হবে, অভিমান ভুলে ঘরোয়া বিবাদ মিটিয়ে নেওয়া।

এছাড়াও নানা সাংগঠনিক বিষয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর। যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন, তাই তার আগে সংগঠনকে আরও শক্তিশালী করতে, আর কী কী কাজ করতে হবে, কীভাবে সাধারণ মানুষের কাছে জনপ্রতিনিধিদের পৌঁছতে হবে- সেই সব বিষয়েও আলোচনা হতে পারে বৈঠকে।