বালিগঞ্জের একটি বাড়ি থেকে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের গয়না নিয়ে চম্পট দিল এক মহিলা। থানায় অভিযোগের পর ওই মহিলাকে দার্জিলিঙে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে আনল কলকাতা পুলিশ। রত্না সাকার নামে ওই মহিলার বাড়ি থেকে বেশির ভাগ গয়নাই উদ্ধার করেছে পুলিশ। বুধবার ধৃত মহিলাকে আদালতে হাজির করানো হবে বলে খবর।
গত ১০ ডিসেম্বর বুধবার বালিগঞ্জ থানায় চুরি যাওয়ার ঘটনার অভিযোগ দায়ের হয়। অভিযোগে জানানো হয়, কুইন্স পার্কের একটি বাড়ি থেকে প্রায় ১০ লক্ষ টাকার সোনা ও হিরের গয়না নিয়ে পালিয়েছেন ওই মহিলা। তাঁর মোবাইলের টাওয়ারের অবস্থান খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, ওই ঘটনার পরেই দার্জিলিঙে নিজের বাড়িতে পালিয়ে গিয়েছেন রত্না। তার পরে সেখানে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। চুরি যাওয়া গয়নার বেশির ভাগই উদ্ধার করা হয়েছে। বাকি গয়নার সন্ধান চালাচ্ছে পুলিশ।





