Header AD

অসমে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৮ হাতির মৃত্যু! উত্তর-পূর্বে ব্যাহত ট্রেন চলাচল

রাজধানী এক্সপ্রেসের ( Rajdhani Express) ধাক্কায় প্রাণ গেল ৮টি হাতির। এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে অসমে । জখম একটি শাবক। প্রাথমিক অনুমান মধ্যরাতে অন্ধকার ও ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা। আর এই ঘটনার কারণে ট্রেনের পাঁচটি কামরা লাইনচ্যুত হয়েছে। তবে যাত্রীদের কারও হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি । তবে দুর্ঘটনার কারণে ওই লাইনসহ উত্তর-পূর্ব ভারতে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর , সাইরং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস রাত ২টো ১৭ মিনিটে দুর্ঘটনার সম্মুখীন হয়। রাজধানী এক্সপ্রেসটি মিজোরামের সাইরাং (আইজলের কাছে) থেকে নয়াদিল্লি যাচ্ছিল। ট্রেনটির আনন্দ বিহার টার্মিনালের দিকে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে ১২৬ কিমি দূরে। বন দপ্তর সূত্রে খবর, হোজাই জেলার ওই জায়গাটি ‘এলিফ্যান্ট করিডর’ হিসেবে চিহ্নিত নয়। কিন্তু হোজাইয়ের কাছে হঠাৎ লোকো পাইলট দেখতে পান হাতির পাল লাইনের উপরে দাঁড়িয়ে রয়েছে। তিনি দ্রুত এমার্জেন্সি ব্রেক চেপে দিলেও এড়ানো যায়নি দুর্ঘটনা। হাতিরা ট্রেনের সামনে ধাক্কা খেলে ইঞ্জিন ও পাঁচটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পরই দ্রুত রিলিফ ট্রেন পাঠানো হয়। রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন।

সূত্রানুসারে, লাইনের উপরে যত্রতত্র হাতিদের দেহাংশ ছড়িয়ে থাকতে দেখা যায়। তাছাড়া একসঙ্গে এতগুলি বগি লাইনচ্যুতও হয়ে পড়ায় দীর্ঘক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এর ফলে অসম ও উত্তর-পূর্বের অন্যত্রও ট্রেন চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কামরাগুলিতে থাকা যাত্রীদের অবশিষ্ট কামরাগুলির খালি বার্থে জায়গা করে দেওয়া হয়েছে। গুয়াহাটিতে ট্রেনটির সঙ্গে অতিরিক্ত কামরা জুড়ে দেওয়া হবে । তারপর গন্তব্যের পথে এগোবে রাজধানী এক্সপ্রেস।