Header AD

ট্রেনের ধাক্কায় মৃত ৩ বিজেপি সমর্থকের বাড়িতে তৃণমূলের প্রতিনিধিদল পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) সভায় যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু হয়েছে। তাঁরা প্রত্যেকেই ছিলেন মুর্শিদাবাদের বিজেপি সমর্থক। । শনিবার সকালেই মৃত বিজেপি সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর নির্দেশে স্থানীয় নেতারা ইতিমধ্যেই মুর্শিদাবাদে গিয়েছেন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে।

শনিবার তাহেরপুরে প্রথমে প্রশাসনিক এবং পরে একটি রাজনৈতিক জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই উপলক্ষে দূরদূরান্ত থেকে বিজেপি সমর্থকেরা নদিয়ায় আসেন। মুর্শিদাবাদ থেকে একটি বাস ভাড়া করে এসেছিলেন জনা চল্লিশেক বিজেপি সমর্থক । স্থানীয় সূত্রে খবর, তাঁদেরই কয়েক জন তাহেরপুর স্টেশন সংলগ্ন রেললাইনে সকালে প্রাতঃকৃত্য সারছিলেন। সেই সময় কুয়াশার কারণে ট্রেনের গতিবিধি তাঁরা বুঝতে পারেননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।

বিজেপি সমর্থকদের মৃত্যুর খবর পেয়েই তৎপর হয় রাজ্যের শাসক দল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে নদিয়ায় নির্দেশ যায়, অবিলম্বে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে হবে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশ পেয়েই স্থানীয় তৃণমূল নেতারা মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন। জানা গিয়েছে কান্দির বিধায়ক অপূর্ব সরকারকে (ডেভিড) ফোন করে মুর্শিদাবাদ যাওয়ার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ডেভিড জেলার বাইরে থাকায় বড়ঞা ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম-সহ বাকিদের পাঠানো হয় বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন গোপীনাথ দাস (৫২), মুক্তিপদ সূত্রধর (৫৬) এবং রামপ্রসাদ ঘোষ (৫৫)। তাঁরা মুর্শিদাবাদের বড়ঞার বাসিন্দা।

প্রসঙ্গত, কুয়াশার কারণে তাহেরপুরে শনিবার নামতেই পারেনি মোদীর বিমান। ফলে তাঁর সফরের পূর্বনির্ধারিত সূচিতে পরিবর্তন করা হয়। দমদম বিমানবন্দর থেকে ভার্চুয়াল মাধ্যমে তাহেরপুরের জনসভায় ভাষণ দেন মোদী।